[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বিসিবিতে ইশরাককে কাউন্সিলর করার প্রস্তাব ব্রাদার্সের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫ ৪:০৯ পিএম

দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্রীড়া ক্লাব ব্রাদার্স ইউনিয়ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তাদের কাউন্সিলর হিসেবে ইশরাক হোসেনের নাম প্রস্তাব করেছে। ক্লাবটির বর্তমান আহ্বায়ক ইশরাক হোসেনকে অন্তর্ভুক্তির জন্য গত ১৩ জানুয়ারি বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বরাবর একটি চিঠি জমা দেন ব্রাদার্সের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আরেফ।

বিসিবিতে ব্রাদার্স ইউনিয়নের বর্তমান কাউন্সিলর ছিলেন ক্লাবের ক্রিকেট ম্যানেজার আমিন খান। তিনি গত ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। এরপর ক্লাবের পক্ষ থেকে ইশরাক হোসেনকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়ার আবেদন জানানো হয়।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, কাউন্সিলরদের মেয়াদ থাকে চার বছর। সাধারণ নিয়মে মেয়াদ চলাকালে কাউন্সিলর পরিবর্তন করা যায় না। তবে মৃত্যু, স্থায়ী বিদেশ যাত্রা বা পদত্যাগের ক্ষেত্রে নতুন কাউন্সিলর নিয়োগের সুযোগ রয়েছে। সেই নিয়মে ব্রাদার্স ইউনিয়ন চলতি মেয়াদে মিজানুর রহমানের বদলে আমিন খানকে কাউন্সিলর করেছিল। এবার আমিন খানের পদত্যাগের পর ইশরাক হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে।

ইশরাক হোসেন দেশের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ছিলেন। প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক বাবার পথ অনুসরণ করে ক্রীড়া সংগঠনে যুক্ত হয়েছেন। তার বাবা ছিলেন ব্রাদার্স ইউনিয়নের এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তবে ফুটবলে বাবার অবদান ধরে রাখার পরিবর্তে ইশরাক ক্রিকেট সংগঠনে নিজের অবদান রাখতে চান।

বিসিবি নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা ইশরাক হোসেনের। বিসিবির কাউন্সিলর পদে আবেদন নিয়ে ক্রিকেট মহলে গুঞ্জন উঠেছে যে, আসন্ন বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে পরিচালক পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

বিসিবির কাউন্সিলর পদের জন্য সম্প্রতি বিভিন্ন ক্লাব ও সংস্থার আবেদনের সংখ্যা বাড়ছে। ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা ইতোমধ্যে বিসিবির সাধারণ পরিষদে অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছে। ময়মনসিংহকে বাফুফে এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে স্বীকৃতি দেওয়া হলেও বিসিবিতে এখনো অন্তর্ভুক্ত করা হয়নি। সাবেক পরিচালক আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ান এই আবেদন জমা দিয়েছেন।

বিসিবির কাউন্সিলর পরিবর্তনের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হলেও ইশরাক হোসেনের অন্তর্ভুক্তি হলে তা নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে ধারণা করা হচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর