[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

নারী বিশ্বকাপ ২০২৫

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ২ উইকেটে হারলো বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫ ৩:৫৪ পিএম

মাত্র ৯১ রানের পুঁজি নিয়েও শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সোমবার অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের ম্যাচে ২ উইকেটে হেরে গেলেও বাংলাদেশি মেয়েদের লড়াই তাদের লড়াকু মানসিকতার পরিচায়ক।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল শুরু থেকেই চাপের মধ্যে পড়ে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৯২ রান সংগ্রহ করে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন আফিয়া আশিমা। ৩৪ বলের ইনিংসে তিনি একটি চারের মারও হাঁকান। ওপেনার সুমাইয়া আক্তার করেন ১৩ বলে ১৩ রান। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় বড় পুঁজি গড়তে ব্যর্থ হয় দলটি।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে দারুণ কার্যকর ভূমিকা রাখেন লুসি হ্যামিলটন, সারা গুডউইন, এবং আভা রায়ান। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশের স্কোর বড় হতে পারেনি।

৯২ রানের সহজ লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করে অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে মাত্র তিন ওভারেই ২৬ রান তোলেন ক্যাট পেলে ও ইনেস ম্যাকিওন। তবে দলীয় ২৬ রানে ১৬ রান করা ক্যাট পেলে ফিরে গেলে ছন্দপতন ঘটে। পরের ব্যাটার ইনেস ম্যাকিওনও ফিরে যান মাত্র ৯ বলে ১৪ রান করে। এরপর এক পর্যায়ে ১০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

১৪তম ওভারে দলীয় স্কোর দাঁড়ায় ৮৬ রানে ৮ উইকেট। তখনো জয়ের জন্য প্রয়োজন ৬ রান। কিন্তু বাংলাদেশের বোলাররা আর কোনো উইকেট নিতে পারেননি। ফলে ১৯.২ ওভারে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ৩০ রান করেন লুসি হ্যামিলটন। তাকে সঙ্গ দেন ইলা ব্রিসকো, যিনি করেন ২২ বলে ১১ রান।

বাংলাদেশের পক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন মোহনা মনি, রাবেয়া খান, এবং আফিয়া আশিমা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সহজ লক্ষ্যের পথেও অস্ট্রেলিয়া একসময় ভোগান্তিতে পড়ে।

এর আগে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও জয় ধরে রাখতে পারেনি সুমাইয়ারা। অল্প রানের পুঁজি নিয়েও এমন সাহসী লড়াই দেখিয়ে দিয়েছে, দলটি ভবিষ্যতে আরও শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠবে। তবে এবার তাদের জয়রথ থেমে গেল শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে।

পরবর্তী ম্যাচে বাংলাদেশের মেয়েরা ঘুরে দাঁড়ানোর প্রতীক্ষায়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর