[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ প্রিমিয়ার লিগ

পেনাল্টি মিসেও মোহামেডানের সঙ্গে ব্যবধান কমাল আবাহনী

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫ ৬:৪২ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থানীয় মোহামেডানের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে আবাহনী। শনিবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবিলে নিজেদের দ্বিতীয় স্থানটি আরও মজবুত করেছে আকাশি-নীল জার্সিধারীরা।

প্রথম পর্বের সমাপ্তিতে মোহামেডান শীর্ষে, আবাহনী দ্বিতীয়। এই জয়ের মাধ্যমে আবাহনী লিগের প্রথম পর্ব শেষ করেছে ৮ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে মোট ১৯ পয়েন্ট নিয়ে। শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে এখন তারা পিছিয়ে ৫ পয়েন্টে। অন্যদিকে, রহমতগঞ্জ নিজেদের দ্বিতীয় স্থান ফিরে পাওয়ার সুযোগ হাতছাড়া করে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।

খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে গোলের জন্য মরিয়া চেষ্টা খুব বেশি চোখে পড়েনি। দশম মিনিটে আবাহনী রক্ষণভাগের একটি ভুলে রহমতগঞ্জের সামনে গোলের সুযোগ আসে। মোহাম্মদ হৃদয়ের ব্যাক পাস ছিল ধীর গতির, কিন্তু আবাহনী গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতম তৎপরতায় সেটি বিপদমুক্ত করেন।

রহমতগঞ্জের আক্রমণভাগে নাইজেরিয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেং এবং তাজউদ্দিন কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন। ৩৫তম মিনিটে তাজউদ্দিনের আড়াআড়ি ক্রসে বোয়াটেং ব্যাকহিল ফ্লিকে গোলের চেষ্টা করেছিলেন, কিন্তু বলের সঙ্গে সংযোগ করতে পারেননি।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক রূপে আবির্ভূত হয় আবাহনী। ৫৫তম মিনিটে মাহাদি ইউসুফ গোলের একটি ভালো সুযোগ নষ্ট করলেও, দলটি কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় ৬৮তম মিনিটে। ডান দিক থেকে আসাদুজ্জামান বাবলুর ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হন রহমতগঞ্জ ডিফেন্ডাররা। বল চলে যায় অরক্ষিত শাকিল হোসেনের কাছে। তিনি সহজ শটে বল জালে পাঠান এবং ম্যাচের একমাত্র গোলটি করেন।

পেনাল্টি মিসে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করে আবাহানী। ৭১তম মিনিটে আবাহনী তাদের লিড বাড়ানোর দারুণ সুযোগ পায়। তাজউদ্দিন বক্সে মাহাদিকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। তবে মোহাম্মদ ইব্রাহিম পোস্টের বাইরে শট নিয়ে দলের ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন। রহমতগঞ্জ গোলরক্ষক মামুন আলিফ ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু ইব্রাহিমের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

যোগ করা সময়ে উত্তেজনা ও ধাক্কাধাক্কিতে ম্যাচে কিছু বিশৃঙ্খলা তৈরী হয়। যোগ করা সময়ে কর্নার নেওয়া নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বক্সের ভেতরে ধাক্কাধাক্কি এবং হাতাহাতি শুরু হলে রেফারি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আবাহনীর হাসান মুরাদ এবং রহমতগঞ্জের মাহমুদ ওশিকে হলুদ কার্ড দেখানো হয়।

এই জয়ের মাধ্যমে আবাহনী নতুন উদ্যমে লিগের দ্বিতীয় পর্ব শুরু করার আত্মবিশ্বাস পেয়েছে। তবে তাদের জন্য মোহামেডানের শীর্ষস্থান দখল করা এখনও একটি বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, রহমতগঞ্জ নিজেদের অবস্থান ধরে রাখতে এবং মোহামেডান-আবাহনী জুটির সঙ্গে প্রতিযোগিতা করতে পরবর্তী ম্যাচগুলোতে আরও আক্রমণাত্মক কৌশল গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই রোমাঞ্চকর পর্ব ভবিষ্যতে আরও উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। মাঠে এবং মাঠের বাইরে দলগুলোর পারফরম্যান্স এবং কৌশল ফুটবলপ্রেমীদের মন কেড়ে নিচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর