[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বিপিএল

এক ম্যাচ পর আবারো ঢাকার পতন, বরিশালের সহজ জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫ ৫:১৭ পিএম

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঘরের মাঠে চেনা রূপে ফিরলেন তামিম ইকবাল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার ব্যাটে জ্বললো দারুণ আলো। বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে ৪৮ বলে ৬১ রানের এক অসাধারণ ইনিংস খেললেন তামিম। তার নেতৃত্বে বরিশাল সহজেই ২৪ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।

এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা। কিন্তু তাদের ইনিংস শুরু থেকেই ধাক্কা খায়। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম দারুণ ব্যাট করলেও তার সঙ্গী লিটন দাস ছিলেন নিষ্প্রভ। লিটন ১৭ বলে করেন মাত্র ১৩ রান।
ঢাকার মিডল অর্ডারও ব্যর্থতার পরিচয় দেয়। মুনিম শাহরিয়ার শূন্য রানে আউট হন। সাব্বির রহমান ১০ বলে ১০ রান করে বিদায় নেন। থিসারা পেরেরা শূন্য রানে আউট হয়ে দলকে আরও চাপে ফেলে দেন। মোসাদ্দেক হোসেন সৈকতও ১১ রানের বেশি করতে পারেননি।

তবে একপ্রান্ত ধরে লড়াই চালিয়ে যান ওপেনার তানজিদ তামিম। তিনি ৪৪ বলে ৬২ রানের দারুণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল দুটি বাউন্ডারি ও চারটি বিশাল ছক্কা। কিন্তু অপর প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় বড় স্কোর গড়তে ব্যর্থ হয় ঢাকা ক্যাপিটালস। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৩৯ রানে অলআউট হয় দলটি।

ফরচুন বরিশালের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তানভির ইসলাম। তিনি ৪ ওভারে ৩৯ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট। তার ঘূর্ণিতে ঢাকার মিডল অর্ডার সম্পূর্ণ ভেঙে পড়ে। পেসার ফাহিম আশরাফ নেন ২ উইকেট। এছাড়া মোহাম্মদ ওয়াসিম ও করিম জানাত একটি করে উইকেট তুলে নেন।

১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশাল শুরুর ধাক্কা সামলে নেয় তামিম ইকবালের দৃঢ়তায়। ওপেনার নাজমুল হোসেন শান্ত মাত্র ৩ বলে ২ রান করে আউট হলে চাপ সামাল দেন তামিম ও ইংলিশ ব্যাটার ডেভিড মালান। এই দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১১৭ রান, যা মূলত বরিশালের জয় নিশ্চিত করে।

তামিম তার ইনিংসে মারেন ৬টি চারের পাশাপাশি একটি দৃষ্টিনন্দন ছক্কা। তিনি থিসারা পেরেরার বলে বোল্ড হয়ে ফিরলেও দলের জয় তখন ছিল প্রায় নিশ্চিত। ৪১ বলে ৪৯ রানে অপরাজিত থেকে জয়ের আনুষ্ঠানিকতা সারেন মালান। তার সঙ্গে ছিলেন জাহানদাদ খান, যিনি ৪ বলে ১৩ রান করেন।

ঢাকা ক্যাপিটালসের বোলাররা শুরুতে শান্তকে আউট করলেও তামিম ও মালানের জুটিতে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। স্পিনার মেহেদী হাসান ও অধিনায়ক থিসারা পেরেরা একটি করে উইকেট নিলেও তা যথেষ্ট ছিল না।

এই জয়ে ফরচুন বরিশাল পয়েন্ট তালিকার শীর্ষে আরও মজবুত অবস্থান নিশ্চিত করলো। তামিম ইকবাল তার ব্যাটিং নৈপুণ্যে জানিয়ে দিলেন, অভিজ্ঞতা এখনো দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

 

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর

ঢাকা ক্যাপিটালস: ১৩৯/১০ (১৯.৩ ওভার)

তানজিদ তামিম ৬২ (৪৪), মুনিম ০, লিটন ১৩ (১৭); তানভির ৩/৩৯, ফাহিম ২/২৬।

ফরচুন বরিশাল: ১৪৩/২ (১৬ ওভার)

তামিম ইকবাল ৬১ (৪৮), মালান ৪৯* (৪১); পেরেরা ১/২৩, মেহেদী হাসান ১/২৭।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর