[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

কোপা দেল রে'

বেটিসকে গোল বন্যায় ভাসিয়ে কোয়ার্টারে বার্সা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫ ৩:৩৩ পিএম

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের জালে পাঁচ গোল দিয়ে নতুন বছর শুরু করেছিল বার্সেলোনা। সেই দাপট ধরে রেখেছে কাতালানরা। এবার কোপা দেল রের শেষ ষোলোতে রিয়াল বেটিসকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের দল।

ম্যাচে গোল উৎসবের শুরু গাভির পা দিয়ে। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে মিডফিল্ডার গাভি গোল করে বার্সেলোনার জন্য সহজ জয়ের পথ তৈরি করেন। এরপর ২৭ মিনিটে ডিফেন্ডার জুলস কুন্ডে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধে দুটি গোল করে মাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় থামেনি বার্সার। ম্যাচের ৫৮ মিনিটে ব্রাজিলিয়ান তারকা রাফিনহা চমৎকার একটি গোল করে বার্সেলোনার হয়ে তৃতীয় গোলটি করেন। এর ৯ মিনিট পর ফরোয়ার্ড ফেরান তোরেস স্কোরশিটে নাম লেখান। ৭৫ মিনিটে ইয়ামাল দলের পঞ্চম গোলটি করলে বেটিসের জন্য ম্যাচে ফেরার সব আশা শেষ হয়ে যায়।

বেটিসের একমাত্র সান্ত্বনা সুচক গোলটি আসে দ্বিতীয়ার্ধে শেষ মুহুর্ত্তে। বার্সার আক্রমণের সামনে বেটিস পুরোপুরি কোণঠাসা হলেও ৮৭ মিনিটে ভিক্টোর রোক সান্ত্বনাসূচক একটি গোল করেন। তবে ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে।

 টানা দুই ম্যাচে প্রতিপক্ষের জালে পাঁচ গোল করায় বার্সেলোনা এখন দারুণ ফর্মে রয়েছে। এর আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপে ৫-১ গোলের বড় জয় পেয়েছিল কাতালানরা।

এবার বার্সার পরবর্তী চ্যালেঞ্জ চ্যাম্পিয়নস লিগে। এই দাপুটে ফর্ম নিয়ে বার্সেলোনা এখন প্রস্তুত হচ্ছে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের জন্য। শনিবার দিবাগত রাত ২টায় গেটাফের বিপক্ষে মাঠে নামবে বার্সা। কাতালানদের ফর্ম ধরে রাখতে পারলে এই ম্যাচেও বড় জয় আশা করছেন সমর্থকরা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর