[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সাকিব, ক্ষুব্ধ ভক্তরা মিরপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫ ৬:৩০ পিএম

ফাইল ছবি

গত অক্টোবরে সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে চেয়েছিলেন, তবে সাকিববিরোধীদের আন্দোলনের কারণে সে সময় দেশে ফিরতে পারেননি।

 তখন তার ভক্তরা মিরপুর স্টেডিয়ামের আশপাশে বিক্ষোভ প্রদর্শন করেছিল, যদিও সাকিববিরোধীদের প্রতিবাদে তা ছত্রভঙ্গ হয়ে যায়।

এবার, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব আল হাসানকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তে ফের ক্ষুব্ধ হয়েছেন সাকিবভক্তরা। তারা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেছেন, সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে। 'আমরা সাকিবের পাশে আছি'—এই ব্যানার নিয়ে ভক্তরা তাদের দাবি তুলে ধরেন।

সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকার কারণ একদম আলাদা। গত বছর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়ের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে, সেই খেলোয়াড়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বল করার সুযোগ নেই। সাকিব দুইবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেও সফল হতে পারেননি, যার ফলে তিনি বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারছেন না।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, 'সাকিবের বোলিং অ্যাকশন বৈধতা নিয়ে সমস্যা আছে, এবং তিনি সেই সমস্যার সমাধানে আছেন। তবে বোলিং পরীক্ষার ফল নেগেটিভ হওয়ায় তিনি এখন শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন। তাই আমরা টিম কম্বিনেশন সাজাতে গিয়ে তাকে ১৫ জনের দলে রাখতে পারিনি।'

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হলেও আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর