নাহিদ রানা তার অসাধারণ বোলিং দক্ষতা দিয়ে বিশ্ব ক্রিকেটে মনোযোগ আকর্ষণ করছেন।
এবারের বিপিএলে তার বোলিং প্রশংসায় ভাসাচ্ছেন সবাই, তার মধ্যে অন্যতম হলেন বিশ্বখ্যাত ধারাভাষ্যকার ড্যানি মরিসন, যিনি তাকে ‘খাঁটি সোনা’ বলে আখ্যা দিয়েছেন।
সম্প্রতি, মরিসন নাহিদকে নিয়ে বলেছেন, “সে একেবারে খাঁটি সোনা। তাকে ধরে রাখতে হবে। সে খুবই অদ্ভুত।” তার এই মন্তব্যে স্পষ্ট, নাহিদ রানা এখন ক্রিকেটের একটি বিশেষ অস্ত্র হিসেবে বিবেচিত।
নাহিদ সম্প্রতি দেশের জাতীয় দলের হয়ে দারুণ পারফর্ম করেছেন, আর তার বোলিংয়ের ছন্দ তিনি বিপিএলেও বজায় রেখেছেন। তার ১৪০ কিমি/ঘণ্টা গতিতে বল করা একটি স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছে। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার নাহিদকে একটি বিশেষ বোলার হিসেবে মনে করা হচ্ছে, যাকে যথাযথভাবে যত্নও নিতে হবে।
মরিসন বলেন, “এটা নিয়ে বিতর্ক আছে যে একজন স্প্রিন্টার তৈরি হয় নাকি জন্মগতভাবে। কিছু খেলোয়াড়ের মধ্যে সময়, অ্যাকশন এবং অ্যাথলেটিক প্রতিভা থাকে, যা তাদেরকে অসাধারণ কিছু করতে সক্ষম করে। আমার মনে হয়, নাহিদও তাদের মধ্যে একজন।”
নাহিদ রানা গড়পড়তা বাংলাদেশি ক্রিকেটারের চেয়ে শারীরিকভাবে অনেকটা আলাদা, তার উচ্চতা ও গতি নিয়ে অনেক আলোচনা রয়েছে। তবে সাবেক নিউজিল্যান্ড ফাস্ট বোলার মরিসন এর মধ্যে নাহিদের নিজস্ব প্রতিভা দেখতে পাচ্ছেন।
মরিসন পাকিস্তানি ক্রিকেটারদের বোলিং গতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, “পাকিস্তানিদের মধ্যে এমন গতি অনেক সময় দেখা গেছে, তবে আমি মনে করি এটা ডিএনএ-র কারণে নয়।” তার মতে, নাহিদ রানা ও অন্যান্য বোলাররা সেই বিশেষ গুণগুলি জন্মগতভাবে পেয়ে থাকেন, যা তাদেরকে বোলিংয়ে দুর্দান্ত করে তোলে।
এসআর
মন্তব্য করুন: