[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

"বাটলারই থাকছেন সাবিনা-মনিকাদের কোচ, চুক্তি নবায়ন!"

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫ ৭:৩৩ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাখলো বাটলারের কোচিং পদে, এক বছরের চুক্তি নবায়নের সুযোগ।বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী কোচ পিটার জেমস বাটলারকে আরও এক বছরের জন্য দলের দায়িত্বে রেখেছে। এই ইংলিশ কোচের সাথে চুক্তির মেয়াদ এক বছর বলে নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

এটি ছিল বেশ কিছু গুঞ্জন ও বিতর্কের পরিপ্রেক্ষিতে নেওয়া একটি চূড়ান্ত সিদ্ধান্ত। গত অক্টোবরে নেপালে অনুষ্ঠিত সাফ টুর্নামেন্ট চলাকালীন সময়ে কোচ বাটলার এবং দলের মধ্যে কিছু উত্তপ্ত ঘটনা ঘটে। দলের মিডফিল্ডার মনিকা চাকমা অভিযোগ করেন যে, বাটলার সিনিয়র খেলোয়াড়দের পছন্দ করেন না। এর পাল্টা জবাব দিয়েছিলেন বাটলার, তিনি অভিযোগ করেছিলেন যে, সাবেক কোচ এবং বাফুফের কিছু সদস্য খেলোয়াড়দের ভুল পথে পরিচালিত করছেন।

তবে এসব বিতর্কের মধ্যেই, সাবিনা-মনিকারা নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে দেশে ফিরে আসেন। এরপর, বাটলারের কোচ থাকার বিষয়টি নিয়ে কিছু সময় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হয়।

বাফুফে অফিসিয়ালরা নতুন বছরের শুরুতে জানিয়েছেন যে, কোচের চুক্তি বিষয়টি শিগগিরই সুরাহা হবে। এরই মধ্যে, ৩১ ডিসেম্বর পর্যন্ত বাটলারের চুক্তি ছিল, কিন্তু গুঞ্জন ছিল যে, অনেক খেলোয়াড়ই বাটলারের অধীনে কাজ করতে চান না। তবে, অবশেষে এসব গুঞ্জনের অবসান ঘটেছে, এবং বাটলার চুক্তিপত্র হাতে পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

বর্তমানে ইংল্যান্ডে নিজের পরিবার নিয়ে সময় কাটানো বাটলার জানান, "চুক্তিপত্র এই মাত্র হাতে পেয়েছি," বলে তিনি আরও জানান যে, তাঁর দায়িত্বে থাকা মেয়েরা শিরোপা জয়ের মাধ্যমে নিজেদের পারফরম্যান্স তুলে ধরেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর