আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রত্যাশা মতোই দলে জায়গা পাননি সাকিব আল হাসান ও লিটন দাস। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।
রোববার (১২ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচক প্যানেলের অন্য দুই সদস্য আবদুর রাজ্জাক ও হান্নান সরকার।
স্কোয়াডে নতুন সংযোজন ও বাদ পড়াদের তালিকা : বোলিং অ্যাকশনের সমস্যার কারণে সাকিব আল হাসান এখনও নিষিদ্ধ থাকায় তাকে বিবেচনা করা হয়নি। ব্যাটিংয়ে সুযোগ কাজে লাগাতে না পারায় বাদ পড়েছেন লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুব। পেস অ্যাটাক থেকে বাদ পড়েছেন হাসান মাহমুদ। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক। তবে বিপিএলে ভালো পারফর্ম করেও জায়গা পাননি নুরুল হাসান সোহান।
১৫ সদস্যের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি: বাংলাদেশ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে গ্রুপপর্বের ম্যাচ খেলবে।
উল্লেখ্য, এটি বাংলাদেশের ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ। ২০১৭ সালের আসরে সেমিফাইনালে জায়গা করেছিল টাইগাররা। নতুন চ্যালেঞ্জে ভালো পারফর্ম করার লক্ষ্যে মাঠে নামবে শান্তর নেতৃত্বাধীন দল।
এসআর
মন্তব্য করুন: