এল ক্লাসিকোতে আজ রাতে শিরোপার লড়াইয়ে রিয়াল-বার্সা। নতুন বছরের প্রথম এল ক্লাসিকোতে আজ রাত একটায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে হবে এই বহুল প্রতীক্ষিত লড়াই।
টানা তৃতীয়বারের মতো সৌদি আরবে সুপার কাপের ফাইনালে দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। আগের দুইবারে উভয় দল একটি করে শিরোপা জিতেছে। ২০২৩ সালে বার্সেলোনা, আর ২০২৪ সালে শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। আজকের ম্যাচে জয়ী দল এগিয়ে যাবে এবং রিয়াল জিতলে সুপার কাপে সর্বোচ্চ ১৪ শিরোপায় বার্সার সঙ্গে সমতায় পৌঁছাবে।
সাম্প্রতিক ফলাফল বলছে, দুই দলই প্রতিপক্ষকে হারাতে সক্ষম। সর্বশেষ সুপার কাপ ফাইনালে রিয়াল ৪-১ গোলে হারিয়েছিল বার্সাকে, আবার লা লিগায় চলতি মৌসুমে বার্সা ৪-০ গোলে হারিয়েছে রিয়ালকে। দুই দলের এই উত্তেজনাপূর্ণ দ্বৈরথ আগাম কোনো ভবিষ্যদ্বাণীকে ঝুঁকিতে ফেলছে।
বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীরা এক জমজমাট শিরোপা লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন। আজকের ম্যাচ নিশ্চিতভাবেই বছরের সেরা এল ক্লাসিকো হতে চলেছে।
এসআর
মন্তব্য করুন: