টান টান উত্তেজনায় ভরা ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। প্রথমে ব্যাট করতে নেমে রনি তালুকদার ও জাকির হাসানের ব্যাটিং ঝড়ে ১৮২ রান সংগ্রহ করে সিলেট। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানেই থেমে যায় মেহেদী হাসান মিরাজের দল খুলনা টাইগার্স।
শেষ ওভারে ১৯ রানের লক্ষ্য ছিল খুলনার। প্রথম তিন বল থেকে আবু হায়দার রনি দুটি বাউন্ডারির মাধ্যমে উত্তেজনা তৈরি করলেও চতুর্থ বলে ছক্কা মারতে গিয়ে তানজিম হাসান সাকিবের হাতে ধরা পড়ে বিদায় নেন।
টস হেরে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্সের ইনিংসের ভিত্তি গড়েন ওপেনার রনি তালুকদার ও জাকির হাসান। রনি ৪৪ বলে ৫৬ রান করেন। অন্যদিকে, ৪৬ বলে ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন জাকির, যিনি ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। সিলেটের স্কোরবোর্ডে আরও যোগ করেন ১৮ বলে ২৬ রান করা রুবেল মিয়া।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা টাইগার্স। ওপেনার নাইম শেখ (১১) এবং ইমরুল কায়েস (২) দ্রুতই বিদায় নেন। দলের সর্বোচ্চ রান করেন উইলিয়াম বোসিসতো, যিনি ৪০ বলে ৪৩ রান করেন। মোহাম্মদ নওয়াজের ১৮ বলে ৩৩ এবং মাহিদুল ইসলাম অঙ্কনের ১৬ বলে ২৮ রানের ইনিংসেও দল জয়ের কাছাকাছি যেতে পারেনি। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৯ রান, কিন্তু আবু হায়দার রনির দ্রুত বিদায়ে সম্ভাবনার সমাপ্তি ঘটে।
সিলেটের হয়ে তানজিম সাকিব, রিসি টপলি এবং রুয়েল মিয়া ২টি করে উইকেট শিকার করেন। নাহিদুল ইসলাম নেন ১ উইকেট।
এই জয়ের পর ঘরের মাঠে আরও একটি ম্যাচ খেলার অপেক্ষায় সিলেট স্ট্রাইকার্স। সোমবার তারা মুখোমুখি হবে চিটাগং কিংসের। টানা দ্বিতীয় জয়ের মাধ্যমে সিলেট তাদের আত্মবিশ্বাস আরও দৃঢ় করেছে এবং শিরোপার পথে এগিয়ে চলেছে।
এসআর
মন্তব্য করুন: