[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫ ৯:০৪ পিএম

ফাইল  ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করা হয়েছে।

টানা দুইবার বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েও ত্রুটিপূর্ণ অ্যাকশন শোধরাতে না পারায় এই নিষেধাজ্ঞার মুখে পড়েছেন তিনি। এর ফলে, তার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

গত বছর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। এর পরই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং নিষিদ্ধ করে। অ্যাকশন বৈধ প্রমাণের জন্য তাকে পরীক্ষা দিতে বলা হয়েছিল।

প্রথমবার গত ডিসেম্বরে যুক্তরাজ্যের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিলেও তিনি উত্তীর্ণ হতে পারেননি। এরপর ভারতের চেন্নাইয়ে দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও একই ফলাফল পাওয়া যায়।

এ কারণে সাকিব পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না। তবে, শুধু ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ও অন্যান্য সব ধরনের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবেন তিনি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর