[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ জাতীয় দলে আর খেলবেন না তামিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫ ১২:৫১ এএম
আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ২:২৭ এএম

তামিম ইকবাল

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘোষণা করেছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলে ফেরার গুঞ্জনের অবসান ঘটিয়ে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

তামিম লিখেছেন:

> **“আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।

অনেক দিন ধরে এটি নিয়ে ভাবছিলাম। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসর। আমি চাই না, আমাকে ঘিরে আলোচনা বা বিতর্ক দলের মনোযোগ ব্যাহত করুক। আগে থেকেই নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি, যেন এই ধরনের আলোচনা না হয়। কিন্তু তারপরও অযথা আলোচনা হয়েছে।

অবসর বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রীড়াবিদের ব্যক্তিগত বিষয়। নিজেকে সময় দিয়েছিলাম এবং এখন মনে হয়েছে, সময়টা এসেছে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আমাকে আন্তরিকভাবে দলে ফেরার অনুরোধ করেছেন। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনো উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। তবে আমি নিজের মনের কথা শুনেছি।

২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, তা আমার জন্য বড় ধাক্কা ছিল। তবে ক্রিকেটপ্রেমীদের ভালোবাসা সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে। আমার ছেলেও মাকে বলেছে, বাবাকে আবার জাতীয় দলে খেলতে দেখতে চায়।

ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলেছি, ‘তুমি বড় হলে একদিন বাবার সিদ্ধান্ত বুঝতে পারবে।’”**

তামিমের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার ১৬ বছরের দীর্ঘ অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হলো।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর