[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

অলিম্পিক অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রে পরিবর্তনের উদ্যোগ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৫ ৪:২৯ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর পর এবার গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। সংগঠনটির গঠনতন্ত্রকে যুগোপযোগী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

সম্প্রতি বিওএ’র নির্বাহী সভায় গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক সচিব আখতার হোসেন খানকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা, সদস্য মেজর ইমরোজ আহমেদ (অব.), জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক সাজিয়া আফরিন এবং কমিটির সদস্য সচিব হিসেবে ব্রি. জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব.)।

কমিটিকে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে গঠনতন্ত্র পর্যালোচনা করে যুগোপযোগী করার সুপারিশ দিতে বলা হয়েছে। পরবর্তী ধাপে এই সুপারিশ বিওএ নির্বাহী সভায় উপস্থাপন করা হবে এবং বার্ষিক সাধারণ সভায় (এজিএম) চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাব তোলা হবে।

গঠনতন্ত্র পরিবর্তনে জাতীয় সাধারণ সভার অনুমোদনের পাশাপাশি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এবং এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) অনুমোদনও প্রয়োজন হবে। এই উদ্যোগের মাধ্যমে বিওএ আরও শক্তিশালী কাঠামো তৈরির দিকে এগোতে চায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর