[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

টেস্ট চ্যাম্পিয়নশিপে সপ্তম বাংলাদেশ, পেছনে পাকিস্তান-উইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৫ ৪:১১ পিএম

টেস্ট ক্রিকেটে ধারাবাহিক উন্নতির পুরস্কার পেয়েছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৩-২৫) তৃতীয় চক্রে নয় দলের মধ্যে সাত নম্বরে জায়গা করে নিয়েছে টাইগাররা। শান্ত-মিরাজদের দল পেছনে ফেলেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে।

চক্রটি প্রায় শেষ হতে চলেছে। ১২ ম্যাচে চার জয় ও আট হার নিয়ে বাংলাদেশের সাফল্যের হার ৩১.২৫ শতাংশ। টাইগাররা আর কোনো টেস্ট খেলবে না এই চক্রে, তবে তাদের টপকানোর সুযোগ নেই পাকিস্তান কিংবা ওয়েস্ট ইন্ডিজের।

সম্প্রতি কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় হার ও ধীর গতির ওভার রেটের কারণে ৫ পয়েন্ট কাটা যাওয়ায় পাকিস্তান আটে নেমে গেছে। শান মাসুদের দল ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ খেলবে, কিন্তু ওই সিরিজের ফল যাই হোক, বাংলাদেশকে ছাড়িয়ে যেতে পারবে না।

বাংলাদেশের জন্য এই চক্র ছিল স্মরণীয়। রেকর্ডসংখ্যক টেস্ট জয়ের পাশাপাশি উন্নতির ধারায় ২০২৪ সাল টাইগারদের জন্য ইতিবাচক এক বছর হয়ে থাকবে। দীর্ঘ সময় তলানিতে থাকার পর এবার সপ্তম স্থানে চক্র শেষ করাটা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অগ্রগতিরই প্রমাণ।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর