[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

টি-টোয়েন্টি রেকর্ডে তামিম, পেছনে ধোনি-ডি ভিলিয়ার্স

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৫ ৩:৩৭ পিএম

বাংলাদেশ ক্রিকেটের আরেকটি বড় মাইলফলক অর্জন করলেন তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৮ হাজার রান পূর্ণ করেছেন তিনি। বৃহস্পতিবার রংপুর রাইডার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন ফরচুন বরিশাল অধিনায়ক। ম্যাচ শুরুর আগে ৮ হাজার রান থেকে মাত্র ৯ রান দূরে ছিলেন তামিম। ২৭২তম টি-টোয়েন্টি ম্যাচে এসে তিনি এ মাইলফলক ছুঁয়েছেন।

এই অর্জনের পথে তামিম ছাড়িয়ে গেছেন বিশ্ব ক্রিকেটের অনেক নামী ব্যাটারকে। ভারতের মহেন্দ্র সিং ধোনি, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ এবং ইংল্যান্ডের ইয়ন মরগ্যানকে পেছনে ফেলেছেন তিনি।

টি-টোয়েন্টিতে ৮ হাজার রান করতে তামিমের লেগেছে ২৭১ ইনিংস, যা ডি ভিলিয়ার্স (২৭৩ ইনিংস) এবং শিখর ধাওয়ানের (২৮০ ইনিংস) চেয়ে কম। পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ৩৪৮ ইনিংসেও ৮ হাজার রানের মাইলফলক ছুঁতে পারেননি। তার সংগ্রহ ৭৯৪৬ রান।

তামিমের এই অর্জন শুধু দেশের ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপটেও বিশেষ। বাংলাদেশের অন্য ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ৪০৮ ইনিংসে করেছেন ৭৪৩৮ রান। এদিকে ধোনির সংগ্রহ ৩৪২ ইনিংসে ৭৪৩২ রান।

টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিকতা ও নির্ভরতার মূর্ত প্রতীক হিসেবে তামিম ইকবালের নাম আরও একবার উচ্চারিত হলো। তার এই মাইলফলক দেশের ক্রিকেট ইতিহাসে গর্বের এক অধ্যায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর