[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বিপিএল

ঢাকা ক্যাপিটালসের ধস, রংপুরের টানা পঞ্চম জয়!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৫ ৫:০৯ পিএম

ঢাকা ক্যাপিটালসের ভাগ্য ফিরছে না। একের পর এক ম্যাচে হার যেন তাদের পিছু ছাড়ছে না। শাকিব খানের মালিকানাধীন দলটি আবারও হেরেছে, এবার রংপুর রাইডার্সের কাছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেট এবং ৪০ বল হাতে রেখে উড়িয়ে দিয়েছে। এটি ছিল রংপুর রাইডার্সের টানা পঞ্চম জয়। পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে নুরুল হাসান সোহানের দল।

ঢাকার ইনিংস শুরু হয়েছিল খুবই ধীরগতিতে। রংপুরের পেসার নাহিদ রানা এবং খুশদিল শাহের দুর্দান্ত বোলিংয়ের সামনে ঢাকা ক্যাপিটালসের দল গুটিয়ে যায় মাত্র ১১১ রানে। তাদের হয়ে সর্বোচ্চ স্কোর ছিল ২০ রান, তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। এদিন ঢাকা ক্যাপিটালসের হয়ে কেবল একমাত্র ইংলিশ ব্যাটার জেসন রয় কিছুটা প্রতিরোধ গড়তে সক্ষম হয়েছিলেন, ১২ বলে ১৮ রান করে। তবে অন্যান্য ব্যাটসম্যানরা একেবারেই ব্যর্থ হয়েছেন।

ঢাকা ক্যাপিটালসের একাদশে পরিবর্তন আনলেও লাভ হয়নি। শাকিব খান দলের অধিনায়কত্ব ছাড়লেও, অধিনায়ক থিসারা পেরেরা এবং সহ-অধিনায়ক লিটন দাসসহ বেশিরভাগ ব্যাটসম্যানই ব্যর্থ হন। পেসার নাহিদ রানা ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন, এবং খুশদিল শাহ ২ উইকেট নিয়ে ঢাকার ইনিংসটি শেষ করে দেন।

রংপুর রাইডার্সের ব্যাটিংয়ে অ্যালেক্স হেলস ২৭ বলে ৪৪ রান করেন। সাইফ হাসান ১৫ বলে ১৩ রান করে ফিরে যান, তবে খুশদিল শাহ ১৩ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। ইফতিখার আহমেদ অপরাজিত ছিলেন ১২ বলে ৯ রান নিয়ে। ১৬.৩ ওভারেই রংপুর ১১২ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে।

এই ফলাফলে ঢাকার টানা চতুর্থ পরাজয় এবং রংপুরের পঞ্চম জয় নিশ্চিত হয়েছে, যা তাদের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর