চলমান বিপিএলে শুরু থেকেই রানের ফোয়ারা। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের আগে রান না হওয়ার বদনাম থাকলেও এবার সেই ধারণা পাল্টে গেছে। যেখানে ১৫০ রানের বেশি করলে দলগুলো জয়ের স্বপ্ন দেখত, সেখানে এখন ২০০ রানও নিরাপদ মনে হচ্ছে না।
ঢাকা পর্বে তিনবার ২০০ রানের বেশি স্কোর দেখা গেছে। এমনকি মিরপুরে সর্বোচ্চ রান তোলার নতুন রেকর্ডও হয়েছে—২১৯ রান। সিলেট পর্বেও সেই ধারা অব্যাহত। প্রথম ম্যাচেই ২০৫ রান তোলার পরও সিলেট স্ট্রাইকার্সকে হারায় রংপুর রাইডার্স।
বাউন্ডারি ছোট হওয়ার সমালোচনাও চলছে। রানের এই ফোয়ারার পেছনে বাউন্ডারির মাপ ছোট হওয়া একটি কারণ বলে মনে করছেন অনেকেই। দর্শকদের বিনোদনের জন্য বাউন্ডারি ছোট করা হলেও বোলারদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়িয়েছে।
বরিশাল অধিনায়ক তামিম ইকবাল নিজেও এ বিষয়ে মন্তব্য করেছেন। গতকাল এক ম্যাচ শেষে তামিম বলেন, "মাঠের বাউন্ডারি ছোট হওয়ায় এবার রান বেশি হচ্ছে। আপনার কাছে যখন জায়গা আছে, তখন ৫৮-৬০ মিটার বাউন্ডারি কেন হবে? আন্তর্জাতিক ক্রিকেটে তো ৬৫-৭০ মিটার বাউন্ডারি থাকে। এতে বোলারদের জন্য কিছু সুবিধা থাকে।"
কিউরেটরদের প্রশংসা, বাউন্ডারি বড় করার আহ্বান জানান তামিম। তামিম উইকেট প্রস্তুত করার জন্য কিউরেটরদের প্রশংসা করলেও বাউন্ডারি বড় করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, "কিউরেটররা দারুণ উইকেট বানিয়েছে। উইকেট অনেক ভালো। তবে বাউন্ডারি বড় করা উচিত। কারণ জায়গা তো আছেই। এই মুহূর্তে বোলারদের জন্য কিছুই নেই। আশা করছি, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দেবে।"
বিপিএলে এবার বোলারদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে বাউন্ডারি বড় করার তামিমের এই আহ্বান কতটা কার্যকর হয়, তা দেখার বিষয়।
এসআর
মন্তব্য করুন: