[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বিপিএল

হেলসের তাণ্ডবে রংপুরের টানা চতুর্থ জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৫ ৫:২৬ পিএম

হেলসের সেঞ্চুরিতে সিলেটকে হারিয়ে টানা চতুর্থ জয় রংপুরের। বিপিএলের একাদশ আসরে সিলেট স্ট্রাইকার্সের রানের পাহাড়কে সহজেই টপকে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০৫ রানের লক্ষ্য ১ ওভার ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় নুরুল হাসান সোহানের দল। অ্যালেক্স হেলসের দুর্দান্ত সেঞ্চুরি ও সাইফ হাসানের বিধ্বংসী ইনিংস ছিল এই জয়ের মূল চাবিকাঠি।

টস জিতে রংপুর প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন সিলেটের ওপেনার রনি তালুকদার ও জর্জ মানসি। মানসি দ্রুত বিদায় নিলেও (১২ বলে ১৮), রনি ও জাকির হাসানের ব্যাটে রান জমা করতে থাকে স্বাগতিকরা। রনি তালুকদার করেন ৫৪ রান, যেখানে ছিল ৭টি চার ও ৩টি ছক্কার মার।

জাকির হাসান দলের ইনিংসের মূল স্তম্ভ হয়ে ৩৮ বলে ৫০ রান করে বিদায় নেন। তবে অ্যারন জোন্স ও জাকের আলীর বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ দিকে রানের গতি বাড়ে। জোন্স ১৯ বলে ৩৮ এবং জাকের ৫ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে সিলেট ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০৫ রান।

জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। মাত্র ২ রানে উইকেট হারায় আজিজুল হাকিম তামিম। তবে এরপর হাল ধরেন অ্যালেক্স হেলস ও সাইফ হাসান। এই জুটি সিলেটের বোলিং লাইনকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে দেন।

সাইফ হাসান ৪৯ বলে ৮০ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হন। অন্যদিকে, অ্যালেক্স হেলস ৫৬ বলে ১০টি চার ও ৭টি ছক্কায় ১১৩ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। বিপিএলে এটি হেলসের দ্বিতীয় সেঞ্চুরি। রংপুরের ইনিংস শেষ হয় মাত্র ১৯ ওভারেই, যেখানে ২০৫ রানের বিশাল লক্ষ্যকে একপেশে বানিয়ে ফেলে তারা।

এই জয়ের ফলে রংপুর রাইডার্স টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। অন্যদিকে, সিলেট স্ট্রাইকার্সের জন্য এটি ছিল হতাশার ম্যাচ, যেখানে ব্যাটিংয়ে উজ্জ্বল হলেও বোলিং বিভাগে সম্পূর্ণ ব্যর্থ হয় তারা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই রানের ফোয়ারা এবং হেলস-সাইফের চমকপ্রদ জুটি দর্শকদের উপহার দিয়েছে একটি রোমাঞ্চকর ম্যাচ।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর