বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভ্যন্তরীণ সংকট নিয়ে ফের উত্তপ্ত আলোচনা শুরু হয়েছে। বর্তমান সভাপতি ফারুক আহমেদ এবং বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের মধ্যে এই মতবিরোধ দেশের ক্রিকেটের জন্য অশনিসংকেত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ফারুক-ফাহিম সমস্যা নিয়ে সাবেক ক্রিকেটার ও বোর্ড পরিচালক সুজন বলেন; কালকে একটি ঘটনা দেখালাম “ফাহিম ভাই এবং ফারুক ভাই” দন্দ। দুজনেই সাবেক ক্রিকেটার। তাদের কেন ইগোর সমস্যা হবে। তারা তো দুজনেই ক্রিকেটের উন্নয়নে আসছেন।
সুজন আরো বলেন, তারা যখন আসছে তাদের অনেক কমিটমেন্ট দেখলাম। বিশেষ করে ফাহিম ভাইয় অনেক ইন্টারভিউ দিয়েছিলেন, তিনি বলেছিলেন বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য অনেক সুদর প্রসারী পরিকল্পনা ও অনেক কিছু চিন্তা করেছেন। সেগুলোতো আমি এখন দেখতেছি। যেটা আমি দেখতেছি “লোভ-লালসার মতে হয়ে যাচ্ছে। ‘আমি অপারেশন না পেলে কাজ করবো না, এটা তো লোভ-লালসা’ ছাড়া কিছুই নয়।
সমস্যাগুলো নিয়ে ফাহিম বলেন, তার কাজে স্বাধীনতা কম পাচ্ছেন। এক পর্যায়ে ফাহিম বলেছেন, এভাবে চলতে থাকলে তার বোর্ডে থাকার সম্ভাবনা খুব কম। মানে তিনি (ফাহিম) বোর্ড থেকে পদত্যাগ করতে চাচ্ছেন।
মানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বোর্ডে থাকলে তিনি আর নাও থাকতে পারেন। ফাহিমের এমন সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। অনেকের মনেই প্রশ্ন তবে কি নাজমুল আবেদিন ফাহিম আর বোর্ডে থাকবেন না?
এসআর
মন্তব্য করুন: