[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

নাহিদ রানাকে ‘ভয় পান’ ইংলিশ বিশ্বজয়ী ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৫ ১২:০৮ পিএম

ফাইল  ছবি

গত বিপিএলে গতির ঝড় তুলে ক্রিকেট বিশ্বে নজর কেড়েছিলেন নাহিদ রানা।

এক বছরের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে পরিচিত করে তুলেছেন তিনি। ঘণ্টায় ১৪০-১৪৫ কিমি গতির বল করা তার নিয়মিত কাজ, তবে এখন তার বলের নিয়ন্ত্রণও অত্যন্ত ধারালো। ৬.৫ ফুট উচ্চতার নাহিদ রানার আগুনে বোলিং এখন দেশের রথী মহারথীদের পাশাপাশি বিদেশি তারকাদেরও শিরদাঁড়া চাঁপিয়ে দেয়। যেমনটি হচ্ছে ইংল্যান্ডের বিশ্বজয়ী ক্রিকেটার অ্যালেক্স হেলসের সঙ্গে!

দুজন এক দলে খেলছেন, তবে মাঠে প্রতিপক্ষ হিসেবে রানাকে খেলার সৌভাগ্য হয়নি হেলসের। কিন্তু অনুশীলনে তো তারা একে অপরের সামনে আসেনই! এবং সেই সুযোগেও হেলস রানাকে মোকাবিলা করতে চান না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হেলস বলেন, "আমি অনুশীলন সেশনে তাকে খেলতে চাই না। তার বল আমার জন্য অনেক শক্তিশালী হয়ে যায়।" তিনি আরও জানান, "গেল বছর যখন আমি খুলনা টাইগার্সে ছিলাম, তখন নেটে রানাকে খেলতে পারতাম। কিন্তু এখন আমি অনেক বুড়ো হয়ে গেছি, তাই শুধু থ্রোয়ার নিয়েই অনুশীলন করি।"

গত এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয়ে রানার পক্ষে এটি অবশ্য নতুন কিছু নয়। তিনি টেস্টে বাবর আজম, বিরাট কোহলি ও অন্যান্য শীর্ষ ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ দিয়েছেন এবং ৬ টেস্টে ২০ উইকেট তুলে নিয়েছেন। ওয়ানডে ক্রিকেটেও তার পারফরম্যান্স ভালো, ৩ ম্যাচে ৪ উইকেট পেয়েছেন। যদিও টি-টোয়েন্টি অভিষেক হয়নি, তবে তার অন্তর্ভুক্তি এক দারুণ অগ্রগতি।

ভারত সফরে গতি দিয়ে তিনি সংবাদমাধ্যমের নজর কেড়েছিলেন এবং তার ক্যারিয়ারের শুরুতেই ভয়ঙ্কর 'ফিয়ার ফ্যাক্টর' তৈরি হয়েছে। তবে এসব সাফল্য তাকে একদম মনের ঢেউয়ে ভাসিয়ে দেয়নি। প্রমাণ মিলেছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে। প্রথম ম্যাচে ৩ ওভারে ১১ রান দিলেও উইকেট পাননি, কিন্তু পরের দুই ম্যাচে তুলে নিয়েছেন ৬ উইকেট।

এমন পারফরম্যান্সে কোচ মিকি আর্থারও তার প্রতি আস্থা প্রকাশ করেছেন। রংপুরের কোচ মিকি আর্থার বলেন, "নাহিদ রানা বিশেষ কিছু। বাংলাদেশ থেকে এমন গতিসম্পন্ন বোলার উঠে আসাটা অসাধারণ। সে অনেক ভালো বোলার, এবং আমি বিশ্বাস করি সে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দূর যাবে।"

বিশ্বজয়ী ক্রিকেটার হেলসের সমীহ এবং কোচ মিকি আর্থারের বিশ্বাসের সাথে, নাহিদ রানা বাংলাদেশের ক্রিকেটে আরও বড় কিছু করার আশার সঞ্চার করেছেন। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আশা করে, তার এই প্রতিশ্রুতি কখনও বৃথা যাবে না।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর