টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য শ্রীলঙ্কা সফর করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।
তবে প্রস্তুতির এই মিশনে বাংলাদেশের শুরুটা আশানুরূপ হয়নি। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশের মেয়েরা।
কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ১০৯ রানে গুটিয়ে যায়। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ৭ বল বাকি থাকতে বাংলাদেশকে পেছনে ফেলে জয় তুলে নেয়।
বাজে ব্যাটিংয়ের কারণে বাংলাদেশের এই হতাশাজনক পরাজয়। দলের টপ-অর্ডার ছিল পুরোপুরি ব্যর্থ। তবে মিডল-অর্ডারের সুমাইয়া আক্তার ও জান্নাতুল মাওয়া কিছুটা লড়াই করেন, এবং তাদের পার্টনারশিপের মাধ্যমে দলকে একশো রানে পৌঁছাতে সাহায্য করে। তবে সেটি জয় পাওয়ার জন্য যথেষ্ট হয়নি।
বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ২০ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে। সুমাইয়া ও জান্নাতুল পঞ্চম উইকেটে জুটি বেঁধে ৬০ বলে ৬২ রান যোগ করেন। সুমাইয়া ৩ চারে ৩৪ বলে ২৯ রান করে আউট হন, এবং জান্নাতুল ৩৫ বলে ৩৪ রান করে স্টাম্পড হন। শেষ দিকে সাদিয়া আক্তার ১৩ রানে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট নেন রাশমিকা সেওয়াওয়ান্দি, প্রামুধি মেথসারা ও লিমি থিলাকারাত্নে।
রান তাড়ায় শ্রীলঙ্কার ওপেনাররা পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে স্বাচ্ছন্দ্যে এগিয়ে যায়। সপ্তম ওভারে হাবিবা ইসলাম দুই ওপেনারকে ফিরিয়ে কিছুটা প্রতিরোধ তৈরি করেন। তবে তিন নম্বরে নেমে দায়িত্বশীল ব্যাটিং করেন দাহামি সেনেথমা, যিনি ৩০ বলে ২৯ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। উইকেটরক্ষক ব্যাটার সুমুদু নিসানসালা ২৪ বলে ২৭ রান করেন।
বাংলাদেশের মেয়েরা সোমবার (৬ জানুয়ারি) একই মাঠে চার ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে লংকানদের মুখোমুখি হবে।
এসআর
মন্তব্য করুন: