[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ভারতকে বিদায় করে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দ. আফ্রিকা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৫ ৫:৩৩ পিএম

টানা তৃতীয়বারের মতো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হলো ভারত। সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিল কোহলির দল। বিপরীতে, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টানা দ্বিতীয়বার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। শিরোপা ধরে রাখার মিশনে এবার অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন লর্ডসে।

অস্ট্রেলিয়ার দাপুটে জয়ে সিডনি টেস্টে জয় দিয়ে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের দখলে নিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে প্যাট কামিন্সের দল সিরিজ জিতেছে ৩-১ ব্যবধানে। ভারতের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৭ রানে গুটিয়ে যাওয়ার পর ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে গিয়েছিল।

ভারতের ব্যাটিং বিপর্যয়ে তৃতীয় দিনের সকালে ৬ উইকেটে ১৪১ রান নিয়ে ব্যাটিং শুরু করা ভারত প্রথম ঘণ্টাতেই বাকি চার উইকেট হারায়। মাত্র ৭.৫ ওভারে স্কোরবোর্ডে যোগ করে ১৬ রান। ফলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৬২ রান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উসমান খাজা ও স্যাম কনস্টাস আক্রমণাত্মক ব্যাটিং করেন। মাত্র ৩.৫ ওভারে ৩৯ রানের উদ্বোধনী জুটি গড়ে ম্যাচ সহজ করে দেন। যদিও পরে প্রসিদ্ধ কৃষ্ণা মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথের উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করেন। কিন্তু উসমান খাজার ৪৫ বলে ৪১ রানের ইনিংস এবং ট্রাভিস হেড ও বাউ ওয়েবস্টারের অপরাজিত ব্যাটিং জুটিতে সহজ জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়া ১০৪ রানে চতুর্থ উইকেট হারালেও বাকি পথ পাড়ি দেয় হেড এবং ওয়েবস্টার। হেড ৩৮ বলে ৩৪ এবং ওয়েবস্টার ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

অস্ট্রেলিয়ার দাপুটে পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের শিরোপার লড়াই ক্রিকেটপ্রেমীদের জন্য উপভোগ্য হতে যাচ্ছে। ভারতের ব্যর্থতা তাদের টেস্ট ক্রিকেটে টানা ফাইনালে জায়গা করে নেওয়ার স্বপ্নের পথে বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত: প্রথম ইনিংস ১৮৫, দ্বিতীয় ইনিংস ১৫৭।
অস্ট্রেলিয়া: প্রথম ইনিংস ১৮১, দ্বিতীয় ইনিংস ১৬২/৪ (জয় ৬ উইকেটে)।

ফলাফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।
সিরিজ: অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে জয়ী।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর