খারাপ সময় যেন কাটছেই না ম্যানইউর। হারের বৃত্ত হওয়া কঠিন হয়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লিগের ১৯তম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হেরে নতুন বছর শুরু করল রেড ডেভিলস। আগের ম্যাচে উলভসের কাছে একই ব্যবধানে হারার পর আবারও একই ফলের পুনরাবৃত্তি হলো।
দ্রুত দুই গোলের ধাক্কা খায় ম্যানইউ। ম্যাচের শুরু থেকেই নিউক্যাসল আধিপত্য বিস্তার করে। চতুর্থ মিনিটেই আলেক্সান্ডার ইসাকের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। এর ১৫ মিনিট পর, ১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোলিনটন। এরপর ম্যান ইউ কিছু সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে ব্যর্থ হয়।
এরই মধ্যে টানা ব্যর্থতায় পয়েন্ট তালিকায় পিছিয়ে ম্যানইউ। এই পরাজয়ের ফলে ম্যান ইউ টানা চার ম্যাচ জয়হীন থাকলো। ১৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তারা এখন প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ১৪তম স্থানে রয়েছে। শীর্ষ চারে জায়গা করে নেওয়ার স্বপ্ন ক্রমেই দূরে সরে যাচ্ছে এরিক টেন হাগের শিষ্যদের জন্য।
সমর্থকদের হতাশার মধ্যে রেখে হার দিয়ে নতুন বছর শুরু করলো ম্যানইউ। প্রিয় দলের এমন হতশ্রী পারফরম্যান্সে হতাশ ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা। নতুন বছরে ঘুরে দাঁড়ানোর আশায় থাকলেও এই হার তাদের আশা ভঙ্গ করেছে। দলের টানা ব্যর্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমর্থকদের মধ্যে চলছে সমালোচনার ঝড়।
নিউক্যাসলের কাছে এই পরাজয়ে ম্যান ইউর সেরা চারে জায়গা করার সম্ভাবনা আরও কঠিন হয়ে পড়েছে। দলের সাম্প্রতিক পারফরম্যান্সে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন সমর্থক ও বিশ্লেষকরা।
এসআর
মন্তব্য করুন: