[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন শান্ত, আসছেন লিটন?

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৫ ৩:০৩ পিএম

বাংলাদেশ ক্রিকেটে আবারও অধিনায়কত্বে পরিবর্তনের হাওয়া। টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিনি এই সিদ্ধান্ত জানিয়েছেন। তবে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে নেতৃত্ব চালিয়ে যেতে আগ্রহী শান্ত। বিসিবি তার সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে।

শান্তর নেতৃত্ব ছাড়ার কারণ হিসেবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, শান্ত নেতৃত্ব ছাড়ার পেছনে মূলত নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার ইচ্ছা কাজ করেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক আলোচনা থেকেও দূরে থাকতে চান তিনি। তার অধীনে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের ভালো পারফরম্যান্স সত্ত্বেও তিনি নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।

তাহলে কি লিটন দাস হচ্ছেন সম্ভাব্য নতুন অধিনায়ক। বিসিবির অভ্যন্তরীণ আলোচনায় লিটন দাসের নাম সবচেয়ে এগিয়ে আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর তার নেতৃত্বের প্রতি আস্থা বেড়েছে বোর্ডের। তবে বিকল্প হিসেবে মেহেদী হাসান মিরাজের নামও বিবেচনায় ছিল। তবে টি-টোয়েন্টি দলে তার অবস্থান স্থায়ী না হওয়ায় লিটনকে এগিয়ে রাখা হয়েছে।

আগামী মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজ থেকে বাংলাদেশ পাবে নতুন অধিনায়ক। নেতৃত্বের এই পরিবর্তন দেশের ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। শান্তর সিদ্ধান্ত ক্রিকেটপ্রেমীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তবে তার ব্যাটিংয়ে উন্নতির এই প্রচেষ্টা দলের জন্য ভালো ফল বয়ে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর