বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ২০২৪-এর টিকিট নিয়ে শুরু থেকেই দেখা দেওয়া অসন্তোষ বৃহস্পতিবার ভয়াবহ রূপ নেয়। টিকিট না পাওয়ার ক্ষোভে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশে সুইমিং কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দর্শকরা, এমনকি টিকিট কাউন্টারে আগুনও ধরিয়ে দিয়েছে তারা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজশাহী এবং ঢাকার মধ্যকার ম্যাচের টিকিট পেতে ভোর থেকেই মিরপুর এলাকায় ভিড় জমাতে শুরু করেন দর্শকরা। তবে বেলা ১১টা পর্যন্ত কোনো টিকিট না পাওয়ায় তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দর্শকদের একটি অংশ বাঁশের ব্যারিকেড ভেঙে সুইমিং কমপ্লেক্সে ঢুকে পড়ে এবং ভাঙচুর শুরু করে। পরে ক্ষুব্ধ জনতা টিকিট কাউন্টারের বুথে আগুন ধরিয়ে দেয়। দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় স্টেডিয়াম এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিপিএল ২০২৪-এর শুরু থেকেই টিকিট সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন দর্শকরা। উদ্বোধনী দিনেও মিরপুর স্টেডিয়ামের গেট ভেঙে ফেলার ঘটনা ঘটে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ তখন দর্শকদের কাছে টিকিট সমস্যার সমাধানে এক সপ্তাহ সময় চেয়েছিলেন।
কিন্তু পঞ্চম ম্যাচ পর্যন্ত টিকিট বিক্রিতে কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তুলতে পারেনি বিসিবি। এর ফলে দর্শকদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
বিসিবি’র নীরবতা যেন ভাঙছেই না। টিকিট বিক্রিতে এমন বিশৃঙ্খলা ও দর্শকদের অভিযোগের বিষয়ে বিসিবি থেকে কোনো স্পষ্ট মন্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি সামলাতে শিগগির কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
এ ধরনের ঘটনা ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে মত বিশ্লেষকদের। টিকিট বিতরণে প্রযুক্তি ব্যবহার এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি বলে মনে করছেন তারা।
এসআর
মন্তব্য করুন: