ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার সুরিন্দর খান্না এক হাত নিলেন দেশের ক্রিকেটারদের। জয়সওয়ালের বিতর্কিত আউট নিয়ে চলমান আলোচনায় তিনি স্পষ্টভাবে টিভি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদের পক্ষে অবস্থান নিয়েছেন। খান্নার মতে, ভারতীয় ক্রিকেটারদের নিজেদের সৎ হওয়ার পাশাপাশি মাঠে পেশাদার আচরণ শেখা উচিত।
সুনীল গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে পঞ্চম দিনের শেষ সেশনে জয়সওয়ালের আউট নিয়ে বিতর্ক শুরু হয়। প্যাট কামিন্সের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ ওঠার পর অনফিল্ড আম্পায়ার নটআউট দেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স রিভিউ নিলে বিষয়টি চলে যায় টিভি আম্পায়ার শরফুদ্দৌলার কাছে। রিপ্লেতে দেখা যায় বল ব্যাট এবং গ্লাভসে স্পর্শ করেছিল। তবে স্নিকোমিটার ঠিকমতো কাজ না করায় বিষয়টি পুরোপুরি নিশ্চিত না হলেও শরফুদ্দৌলা অভিজ্ঞতার ভিত্তিতে জয়সওয়ালকে আউট ঘোষণা করেন।
এই সিদ্ধান্তের পর মাঠে জয়সওয়ালের ক্ষুব্ধ প্রতিক্রিয়া এবং ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট মহলের নানা অভিযোগ শরফুদ্দৌলাকে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে। যদিও ম্যাচের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করেন, আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক ছিল।
সুরিন্দর খান্না বলেন, “জয়সওয়ালের আউট নিয়ে কোনো বিতর্ক থাকা উচিত নয়। বল ব্যাটে এবং গ্লাভসে লেগেছিল, যা চারটি ভিন্ন অ্যাঙ্গেলে দেখানো হয়েছে। শরফুদ্দৌলা সঠিক সিদ্ধান্তই দিয়েছেন। আসল সমস্যা হলো, আমাদের খেলোয়াড়রা নিজেদের ভুল স্বীকার করতে চায় না। এদের সৎ হওয়া শিখতে হবে।”
তিনি আরও যোগ করেন, “এই প্রথম নয়, আমাদের খেলোয়াড়রা প্রায়ই এমন অসততার পরিচয় দেয়। আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করা, মিথ্যা অভিযোগ তোলা—এসব শুধু ভারতের ক্রিকেট সংস্কৃতিকেই কলঙ্কিত করে। জাতীয় দলে তারা দায়িত্বশীল ব্যাটিং করতে ব্যর্থ, অথচ আইপিএলে রান তুলতে দেখা যায় তাদের।”
ভারতের সাবেক এই ক্রিকেটারের স্পষ্ট বক্তব্য শুধু জয়সওয়াল বিতর্কেই নয়, বরং পুরো ভারতীয় ক্রিকেট কাঠামোতে সততা এবং পেশাদারিত্বের অভাবকেই সামনে তুলে ধরেছে। এখন দেখার বিষয়, ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষ ও খেলোয়াড়রা এই সমালোচনাকে কতটা গুরুত্বের সঙ্গে নেবে।
এসআর
মন্তব্য করুন: