[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ইংলিশ প্রিমিয়ার লিগ

একই রাতে হারের স্বাদ চেলসি ও ম্যানইউয়ের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪ ৪:২৮ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে একই রাতে হারের মুখ দেখলো চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার চেলসি ইপ্সউইচ টাউনের বিপক্ষে ২-০ গোলে হেরে যায়, আর ঘরের মাঠে নিউক্যাসলের কাছে একই ব্যবধানে হার মেনে নেয় ম্যানইউ।

একই দিনে দুই বড় দলের এমন হারে শিরোপা রেসে অস্থিরতা বেড়ে গেল। চেলসি ও ম্যানইউকে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে, না হলে তাদের অবস্থান আরও নিচে নেমে যেতে পারে।

চেলসির ম্যাচ: ইপ্সউইচের দুর্দান্ত জয়।

মৌসুমের শিরোপা রেসে পিছিয়ে পড়া চেলসি এদিন ইপ্সউইচের মাঠে শুরু থেকেই চাপে পড়ে। ১২ মিনিটে: ইপ্সউইচের ইংলিশ ফরোয়ার্ড লিয়াম ডিলাপের সফল পেনাল্টি দলকে এগিয়ে দেয়। ৫৩ মিনিটে: তরুণ মিডফিল্ডার ওমারি হাটচিন্সন ব্যবধান দ্বিগুণ করেন। বাকি সময় চেলসি মরিয়া হয়ে খেললেও গোল শোধ করতে ব্যর্থ হয়। এই পরাজয়ের ফলে চেলসি ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে নেমে গেছে।

ম্যানইউয়ের ম্যাচ: নিউক্যাসলের সহজ জয়। 

ম্যানইউ ঘরের মাঠেও নিজেদের ছন্দে ফিরতে পারেনি। ৪ মিনিটে: নিউক্যাসলের সুইডিশ ফরোয়ার্ড আলেক্সান্দার ইসাক প্রথম গোল করেন। ১৯ মিনিটে: ব্রাজিলিয়ান উইঙ্গার জোয়েলিন্টন দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান। শেষ পর্যন্ত ম্যানইউ ২-০ গোলের হার নিয়ে লিগে নবম পরাজয় মেনে নেয়। বর্তমানে তারা ১৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৪তম স্থানে অবস্থান করছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর