[email protected] শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

মেলবোর্নে অস্ট্রিলিয়ার কাছে ভারতের লজ্জার হার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪ ৪:২০ পিএম

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নাটকীয় টেস্ট ম্যাচে ১৩ বছর পর ভারতকে হারিয়েছে অস্ট্রেলিয়া। শেষ সেশনে ব্যাটিংধসের কারণে ভারত ৩৪০ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ১৫৫ রানে অলআউট হয়ে যায়। এর ফলে ১৮৪ রানের জয় তুলে নিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে অসিরা।

অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স ছিলেন দুর্দান্ত। তার ৩ উইকেট এবং লাবুশেনের ব্যাটিং নৈপুণ্যে ঐতিহাসিক এই জয় সম্ভব হয়। ভারতীয় দলের বিপক্ষে মেলবোর্নে এটি অস্ট্রেলিয়ার প্রথম জয় ২০১১ সালের পর।

পঞ্চম দিনের চা বিরতিতে ৩ উইকেটে ১১২ রান নিয়ে মাঠ ছাড়ে ভারত। রিশাভ পান্ত এবং যসশ্বী জয়সওয়ালের ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ ড্রয়ের সম্ভাবনা তৈরি হয়। কিন্তু বিরতির পর পান্তের আউটের মাধ্যমে শুরু হয় ব্যাটিংধস। ট্রাভিস হেডের বলে ৩০ রান করে আউট হন পান্ত।

এরপর একপ্রান্তে জয়সওয়াল লড়াই চালিয়ে গেলেও তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। ২০৮ বলে ৮৪ রানের ইনিংস খেলে প্যাট কামিন্সের বলে আউট হন তিনি। শেষ দিকে ভারতীয় ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ৩৪ রানেই ৭ উইকেট হারায় তারা।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ৪৭৪ ও ২৩৪ (লাবুশেন ৭০, কামিন্স ৪১, লায়ন ৪১; বুমরা ৫/৫৭, সিরাজ ৩/৭০)
ভারত: ৩৬৯ ও ৭৯.১ ওভারে ১৫৫ (জয়সওয়াল ৮৪, পান্ত ৩০; কামিন্স ৩/২৮, বোল্যান্ড ৩/৩৯, লায়ন ২/৩৭)।

ফল: অস্ট্রেলিয়া ১৮৪ রানে জয়ী।

ম্যাচসেরা: প্যাট কামিন্স।


হেডলাইন:

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর