বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) শুরুর আগে উত্তপ্ত হয়ে উঠেছে আসরের প্রধান ভেন্যু শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আজ সোমবার উদ্বোধনী ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেই ২ নম্বর প্রধান প্রবেশদ্বারের সামনে টিকিট না পাওয়া দর্শকদের বিশৃঙ্খল আচরণে চরম অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়।
টিকিটের জন্য অপেক্ষমাণ অনেক দর্শক এক পর্যায়ে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। উত্তেজিত জনতা গেটের নিরাপত্তা বেষ্টনি ভেঙে ফেলে এবং স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে বাধা দেয়। উত্তেজনা বাড়লে লাঠিচার্জ করে পরিস্থিতি স্বাভাবিক করতে হয়। এতে বিশৃঙ্খল জনতা ছত্রভঙ্গ হয়ে যায়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। দর্শকদের এই বিশৃঙ্খলার কারণে দুই দলের টিম বাসও নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। যে গেট দিয়ে টিম বাস প্রবেশ করে, সেই গেটের কাছেই ঘটেছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। সময়মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ক্রিকেটারদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা ছিল।
বিপিএলের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নবিদ্ধতা। বাংলাদেশের খেলার মাঠে দর্শকদের উত্তেজনাপূর্ণ আচরণ নতুন কিছু নয়। তবে স্টেডিয়ামের মূল প্রবেশদ্বার ভেঙে ভেতরে ঢোকার এমন ঘটনা নজিরবিহীন। টিকিট নিয়ে বিশৃঙ্খলার ফলে বিপিএলের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে।
বিপিএল আয়োজক কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকার অভাব এই ঘটনাকে আরও গুরুতর করে তুলেছে বলে মনে করছেন অনেকেই। মাঠের নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি টিকিট বিতরণ প্রক্রিয়া নিয়ে পুনর্বিবেচনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
উদ্বোধনী দিনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা বিপিএলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। আগামি দিনগুলোতে পরিস্থিতি সামাল দিতে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে এমন ঘটনা আরও বড় আকার ধারণ করতে পারে।
এসআর
মন্তব্য করুন: