বিপিএলের ১১তম আসর শুরু হতে বাকি মাত্র একদিন। জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের টিকিট বিক্রিতে সৃষ্ট বিশৃঙ্খলা ও অনিয়মে ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকরা।
দর্শকদের মধ্যে অসন্তোষ শুরু হয় সঠিক তথ্যের অভাবে। অনলাইনে নাকি সশরীরে টিকিট সংগ্রহ করা যাবে—এমন তথ্য ছিল না অনেকের কাছে। ফলে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটে টিকিট সংগ্রহের আশায় দীর্ঘক্ষণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন দর্শকরা। পরে জানতে পারেন, সেখানে টিকিট বিক্রি করা হচ্ছে না। এতে ক্ষোভে ফেটে পড়েন অনেকে। পরিস্থিতি বিক্ষুব্ধ হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়।
বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টিকিট বিক্রির বিষয়ে বিস্তারিত জানায়। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সশরীরে টিকিট কেনার সুযোগ রাখা হয়। পরদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মধুমতি ব্যাংকের নির্দিষ্ট ৭টি শাখায় টিকিট পাওয়া যাবে।
১. মিরপুর শাখা
২. মতিঝিল শাখা
৩. উত্তরা শাখা
৪. গুলশান শাখা
৫. ধানমন্ডি শাখা
৬. কামরাঙ্গীর চর শাখা
৭. ভিআইপি রোড শাখা
অনলাইনে টিকিট সংগ্রহের জন্য https://www.gobcbticket.com.bd লিংকে প্রবেশ করতে হবে।
টিকিটের দাম সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে ১১টি ক্যাটাগরিতে। আসন্ন বিপিএল মাঠে বসে দেখার জন্য উত্তেজনায় উন্মুখ দর্শকদের মাঝে টিকিট বিক্রির এই বিশৃঙ্খলা অনাকাঙ্ক্ষিতভাবে প্রশ্ন তুলেছে বিসিবির ব্যবস্থাপনায়।
এসআর
মন্তব্য করুন: