[email protected] শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

প্রীতি ম্যাচের লক্ষ্যে মালয়েশিয়া-সিঙ্গাপুরকে প্রস্তাব : কিরণ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪ ৫:১৭ পিএম

ফেব্রুয়ারী ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে সৌদি আরবকে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে সৌদি আরব ম্যাচ খেলবে না বলে জানিয়েছে। এখন মালয়েশিয়া ও সিঙ্গাপুরের নারী দলকে প্রস্তাব পাঠিয়েছে বাফুফে। বিষয়টি নিশ্চিত করে বাফুফে সদস্য ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ।

এ বিষয়ে কিরণ বলেন, “আমরা সৌদি আরবকে প্রস্তাব দিয়েছিলাম, তবে তারা খেলবে না বলে জানিয়েছে। এখন আমরা মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে চিঠি দিয়েছি। তাদের জবাবের অপেক্ষায় আছি।”  ম্যাচের ভেন্যু প্রসঙ্গে বলেন, “আমরা চাই দেশেই ম্যাচ আয়োজন করতে। ঢাকায় সম্ভব না হলে বিকল্প হিসেবে সিলেটকে বিবেচনায় রেখেছি।”

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর নভেম্বরের তৃতীয় সপ্তাহে জাতীয় নারী দল ছুটিতে গেছে। বর্তমানে বাফুফের ক্যাম্পে রয়েছে কেবল অনূর্ধ্ব-২০ দল। সিনিয়র খেলোয়াড়দের জানুয়ারিতে ক্যাম্পে ফেরানো হবে বলে জানিয়েছেন কিরণ।

তবে সাফজয়ী কোচ পিটার বাটলারের সাথে নতুন চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। কিরণ জানান, “দুই-একদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।” 

অন্যদিকে, অনূর্ধ্ব-২০ দলের অনুশীলন নিয়ে কিছু অভিযোগ উঠেছে। অনেকেই নারী দলের কোচিং স্টাফ ঢেলে সাজানোর পক্ষে মত দিলেও কিরণ বর্তমান কোচিং স্টাফের ওপরই আস্থা রাখছেন।

২০২৪ সালে নারী দলের মূল লক্ষ্য জুন-জুলাইয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই। তার আগে চারটি ফিফা উইন্ডোতে ৯টি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। বাফুফে কতটা উইন্ডো কাজে লাগাতে পারে, তা-ই এখন দেখার বিষয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর