বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি তাদের দাপুটে পারফরম্যান্স ধরে রেখে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে, আবাহনী লিমিটেড সাদামাটা খেলায় ২-০ গোলে পুলিশ এফসিকে হারিয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান মজবুত করেছে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার পুলিশ এফসির বিপক্ষে শুরু থেকে সাবধানী ফুটবল খেলল আবাহনী। প্রথমার্ধে ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশের গোলে এগিয়ে যায় আকাশি-নীল জার্সিধারীরা। মাঝমাঠ থেকে মানিক মোল্লার নিখুঁত পাস ধরে বক্সের কোনাকুণি শটে আকাশ প্রথম গোলটি করেন।
বিরতির পর দ্বিতীয়ার্ধেও সাদামাটা খেলায় দেখা যায় আবাহনীকে। আক্রমণের কিছু প্রচেষ্টা থাকলেও প্রথম ৭৫ মিনিটে তা কার্যকর হয়নি। তবে ৮৮তম মিনিটে শাহরিয়ার ইমনের গোল নিশ্চিত করে আবাহনীর জয়। ডান দিক দিয়ে দ্রুতগতিতে বক্সে ঢুকে ইমন তার শটে স্কোরলাইন ২-০ করেন।
রহমতগঞ্জের জয় যেন চলছেই। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে গোলোৎসব করেছে রহমতগঞ্জ। প্রথমার্ধের ৩০ মিনিটেই আকোবির তুরায়েভ পেনাল্টি থেকে সমতা ফেরালেও দ্বিতীয়ার্ধ ছিল একপেশে।
৫৪তম মিনিটে রাজন হাওলাদারের গোলে রহমতগঞ্জ এগিয়ে যায় এবং এরপর দলটির আক্রমণের ঝড় থামেনি। ৬৬ থেকে ৭২ মিনিটের মধ্যে তাজ উদ্দিন, নাবীব নেওয়াজ জীবন ও স্যামুয়েল বোয়াটেং গোল করলে ফকিরেরপুলের রক্ষণের ভাঙন স্পষ্ট হয়ে ওঠে। শেষ সময়ে রাজন আরও একটি গোল করে দলের জয়কে ৬-১ এ নিয়ে যান।
এই জয়ে রহমতগঞ্জ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান ধরে রেখেছে। তাদের সঙ্গে সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে আবাহনী। শীর্ষে ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে মোহামেডান।
এদিনের ম্যাচে রহমতগঞ্জের গোল উৎসব এবং আবাহনীর সাবধানী জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগের লড়াই আরও জমে উঠেছে।
এসআর
মন্তব্য করুন: