[email protected] রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

অ্যামেচার ক্রিকেটের মুকুট ব্র্যাক ব্যাংকের দখলে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪ ৭:১১ পিএম

ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেটের টি-ফরটি ফরম্যাটে সেনা কল্যাণ সংস্থাকে ১৪২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

শনিবার পুলিশ স্টাফ কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে ব্র্যাক ব্যাংককে ব্যাটিংয়ে পাঠায় সেনা কল্যাণ সংস্থা। শুরুতে দ্রুত দুই উইকেট হারালেও ওপেনার এহসান বণিকের ৮৫ বলে ৯৪ রানের অনবদ্য ইনিংসে ভর করে ব্র্যাক ব্যাংক বড় সংগ্রহের ভিত গড়ে। এহসানের ইনিংসে ছিল ১২টি চার ও একটি ছক্কার মার।

শাহরিয়ার ইসলামের ৪৯ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস এবং তৌহিদুল ইসলামের ২৩ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস ব্র্যাক ব্যাংককে বিশাল ৩০৩ রানের টার্গেট ছুড়ে দিতে সহায়তা করে। শেষদিকে অমিত ঘোষ মাত্র ৯ বলে ২৩ রান করে স্কোরকে আরো মজবুত করেন।

জবাবে, সেনা কল্যাণ সংস্থার ব্যাটিং লাইন সম্পূর্ণ ভেঙে পড়ে। ওয়ালিউজ্জামান নয়ন সর্বোচ্চ ৪৭, মারুফ হোসেন ৪৪ এবং বারিউল মুসাব্বির প্রীতম ৩৫ রান করলেও দলীয় স্কোর ১৫৯ রানের বেশি এগোয়নি। ব্র্যাক ব্যাংকের শেখ আবু সাঈদ দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন।

অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন এহসান বণিক।

ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিবুল্লাহ। আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের ডিরেক্টর সাইফুল ইসলাম, গ্রিন কেয়ার অ্যাগ্রোর ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমডোর (অব.) আলাউদ্দিন এবং করপোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেজর (অব.) ইমরোজ আহমেদ।

ব্র্যাক ব্যাংকের এই জয় তাদের ক্রিকেটীয় দক্ষতা ও পারফরম্যান্সের ধারাবাহিকতার এক উজ্জ্বল উদাহরণ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর