বিপিএলের ১১তম আসর শুরু হতে বাকি মাত্র ৪৮ ঘণ্টা। আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলতে এসেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। শুক্রবার রাতে বাংলাদেশে পা রাখা শাহিন শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলনে নামেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহিন তার রোমাঞ্চের কথা জানান। তিনি বলেন, "বাংলাদেশ লিগে খেলতে পেরে আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন আমাকে কল করেছিলেন, তখন থেকেই আমি উত্তেজিত। বাংলাদেশের মানুষ ও তাদের ক্রিকেটারদের প্রতি ভালোবাসা সম্পর্কে আমি জানি। আশা করি, এখানে ভালো খেলতে পারবো।"
বিপিএলে সবচেয়ে বড় তারকা হওয়া নিয়ে প্রশ্নে শাহিন বিনয়ের সঙ্গে বলেন, "আমি কোনো তারকা নই। বাংলাদেশের অনেক বড় তারকা আছে—তামিম ইকবাল, জাতীয় দলের ক্রিকেটাররা। তাদেরই আপনাদের তারকা মানা উচিত। আমি শুধু একজন ক্রিকেটার হিসেবে দলের জন্য পারফর্ম করার চেষ্টা করবো।"
বাংলাদেশি পেসারদের প্রশংসায় পঞ্চমুখ শাহিন তাসকিন আহমেদকে বাংলাদেশের ফাস্ট বোলিংয়ের নেতৃত্বদাতা হিসেবে উল্লেখ করেন। তরুণ পেসার নাহিদ রানার গতি ও দক্ষতারও প্রশংসা করেন তিনি। ভবিষ্যতের জন্য পেসারদের লাল বলের ক্রিকেটে আরও বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, "লাল বলের ক্রিকেট খেললেই পেসারদের উন্নতি সম্ভব।"
বিপিএলে প্রথমবার অংশগ্রহণের পেছনে কী কাজ করেছে জানতে চাইলে শাহিন এক বাক্যে বলেন, "তামিম ইকবালের ফোন কল।"
বিপিএল সম্পর্কে শাহিনের মূল্যায়ন ইতিবাচক। তিনি বলেন, "বিপিএল একটি ভালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে অনেক শেখার সুযোগ আছে। আমি এখানে প্রথমবার খেলছি। আশা করি, ভালো ক্রিকেট উপহার দিতে পারবো।"
শাহিনের এই অংশগ্রহণে বিপিএলের প্রতি নজর বাড়ছে, যা দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেটপ্রেমীদের জন্য ইতিবাচক দিক।
এসআর
মন্তব্য করুন: