বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সুমাইয়া আক্তারের নেতৃত্বে টিম টাইগ্রেস লাল-সবুজের পতাকা নিয়ে মাঠে নামবে।
বিশ্বকাপের সময়সূচি ও অংশগ্রহণকারী দল: আগামী ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ক্লাংয়ে বায়োমাস ক্রিকেট ওভালে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। স্বাগতিক মালয়েশিয়া ও বাংলাদেশসহ এতে অংশ নেবে ১৬টি দল।
বাংলাদেশের প্রস্তুতি ও গ্রুপ সঙ্গী: সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে রানার্সআপ হওয়া দলটি একই ভেন্যুতে এবার বিশ্বকাপ খেলতে প্রস্তুত। ডি-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড।
বিশ্বকাপকে সামনে রেখে বাঘিনীরা শ্রীলঙ্কার মাটিতে ৩-৯ জানুয়ারি চারটি প্রস্তুতি টি-২০ ম্যাচ খেলবে। ২ জানুয়ারি তারা কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়বে।
দলে পরিবর্তন: এশিয়া কাপের স্কোয়াড থেকে দুটি পরিবর্তন এসেছে। মাহারুন নেছা ও আরভিন তানি এবার দলে নেই। পরিবর্তে ডাক পেয়েছেন লাকি খাতুন এবং সাদিয়া ইসলাম। স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন মাহারুন নেছা, আরভিন তানি, আশরাফি ইয়াসমিন অর্থি ও লেকি চাকমা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, ফাহমিদা ছোঁয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মৎ ইভা, ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।
স্ট্যান্ডবাই: আশরাফি ইয়াসমিন অর্থি, লেকি চাকমা, আরভিন তানি, মেহেরুন নেছা।
বিশ্বকাপের জন্য লাল-সবুজের দলটি উচ্চ প্রত্যাশা নিয়ে মাঠে নামবে, যেখানে এশিয়া কাপে রানার্সআপ হওয়ার অভিজ্ঞতা তাদের সহায়ক হবে।
এসআর
মন্তব্য করুন: