করপোরেট অ্যামেচার ক্রিকেটের টি-ফরটি ফরম্যাটে জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে ফাইনালে পৌঁছেছে সেনা কল্যাণ সংস্থা ও ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রথম সেমিফাইনালে সেনা কল্যাণ সংস্থা ৩ উইকেটে পরাজিত করে বাংলাদেশ সেনাবাহিনীকে। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ব্র্যাক ব্যাংক ১০ রানের ব্যবধানে হারায় ক্যাডেট একাদশকে।
প্রথম সেমিফাইনাল: পুলিশ স্টাফ কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সেনাবাহিনী। শুরুতেই বিপর্যয়ে পড়ে দলটি, ১৭ রানে হারায় ৪ উইকেট। তবে রাহাত মল্লিকের ৬৫ বলে ৪২ রান এবং সারোয়ার হোসেনের ৫৮ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ৪০ ওভারে ৯ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ দাঁড় করায়। সেনা কল্যাণ সংস্থার আবু নাসের ইবনে শহীদ বল হাতে নেন ৪ উইকেট মাত্র ২৯ রানে।
জবাবে, মারুফ হোসেনের অনবদ্য ৮৫ রানের ইনিংস এবং তৌফিক হোসেন সওদাগর (২৬ অপরাজিত), মাহফুজুল ইসলাম ইমন (২২) ও আসাব উদ দৌলা হিরার (২২) গুরুত্বপূর্ণ অবদানে সেনা কল্যাণ সংস্থা ৩৮.৪ ওভারে ৭ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায়। বল এবং ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন আবু নাসের ইবনে শহীদ।
দ্বিতীয় সেমিফাইনাল:
বিকেএসপিতে ক্যাডেট একাদশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে ব্র্যাক ব্যাংক। এহসান বণিকের ৪০ রান, শাহরিয়ার ইসলাম সুমনের ২৪ এবং নুর আলমের ২০ রানের ইনিংসে ভর করে ৩৮.১ ওভারে দলটি অলআউট হওয়ার আগে সংগ্রহ করে ১৬২ রান। বল হাতে ক্যাডেট একাদশের রাজিব মাহমুদ শুভ ৪ উইকেট নেন ২৫ রানে। এ কে এম হুসনা হাবিব মেহেদী ১০ রানে ৩ উইকেট এবং মো. ফখরুল আলম ৪৫ রানে ৩ উইকেট শিকার করেন।
১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ রানে ৩ এবং ২৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে ক্যাডেট একাদশ। তবে নাজমুল হোসেনের ৭৬ রানের লড়াকু ইনিংস ও রাফি ফাইরুজ হকের ৩২ রানের সুবাদে দলটি ম্যাচে ফেরার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত ৩৮.৩ ওভারে ১৫২ রানে অলআউট হয়। ব্র্যাক ব্যাংকের শেখ আবু সাঈদ ৩০ রানে ৩ উইকেট এবং শাহরিয়ার ইসলাম সুমন ও এহসান বণিক ২টি করে উইকেট শিকার করেন।
ফাইনাল ম্যাচটি জমজমাট উত্তেজনার আভাস দিচ্ছে, যেখানে মুখোমুখি হবে সেনা কল্যাণ সংস্থা ও ব্র্যাক ব্যাংক।
এসআর
মন্তব্য করুন: