[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৩ পৌষ ১৪৩১

ইসলাম গ্রহণের গুঞ্জনে বিশ্বজুড়ে তোলপাড়

আল-আকসায় ধর্মীয় পোশাকে স্ত্রীকে নিয়ে রোনালদো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪ ৫:০১ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণের গুঞ্জনে সারা বিশ্বে আবারও তোলপাড় সৃষ্টি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে রোনালদো এবং তার স্ত্রী জরজিনা রদ্রিগেজকে পবিত্র আল-আকসা মসজিদে ধর্মীয় পোশাকে দেখা গেছে। ছবিতে রোনালদোকে পাঞ্জাবি এবং জরজিনাকে বোরখা পরিহিত অবস্থায় দেখা যায়।

ইসলামের প্রতি রোনালদোর আগ্রহ: সতীর্থের বক্তব্য :

সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর থেকেই রোনালদোর জীবনযাত্রায় ইসলামি সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি তার সাবেক সতীর্থ ও আল নাসেরের গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ সৌদি আরবের এক টিভি প্রোগ্রামে রোনালদোর ইসলাম গ্রহণে আগ্রহের কথা প্রকাশ করেন। ওয়ালিদ বলেন, “রোনালদো সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। আমি তার সঙ্গে এ বিষয়ে কথা বলেছি এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন। তিনি গোল করার পর সিজদা দেন এবং সহখেলোয়াড়দের নামাজ পড়তে ও ইসলামি নিয়ম মেনে চলতে উৎসাহিত করেন।”

ভাইরাল ছবি ও গুঞ্জনের সূত্রপাত : 

ভাইরাল হওয়া ছবিগুলোতে রোনালদো ও জরজিনাকে আল-আকসা মসজিদে দেখা যায়। এই ছবি প্রকাশের পর থেকেই তাদের ইসলাম গ্রহণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনার ঝড় বইছে। মুসলিম সম্প্রদায়ের কাছে আল-আকসা মসজিদ অত্যন্ত পবিত্র স্থান। ছবিগুলো রোনালদোর ইসলাম গ্রহণের গুঞ্জনকে আরও জোরালো করেছে।

সত্য না রিউমার? : 

রোনালদোর ইসলাম গ্রহণের বিষয়ে এখন পর্যন্ত তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিশ্বস্ত কোনো সূত্রও খবরটির সত্যতা নিশ্চিত করেনি। ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ‘রিউমার স্ক্যানার’ও এই বিষয়ে নিশ্চিত হতে পারেনি। তবে ভক্তদের মধ্যে এ নিয়ে কৌতূহলের শেষ নেই।

রোনালদোর জীবনে নতুন অধ্যায়ের সম্ভাবনা :

রোনালদোর সৌদি আরবে পা রাখার পর থেকেই স্থানীয় সংস্কৃতি ও ধর্মের প্রতি তার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মাঠে সিজদা দেওয়ার মতো ঘটনা এবং সতীর্থদের সঙ্গে ধর্মীয় আচরণে অংশগ্রহণ সেই আগ্রহের উদাহরণ। ইসলাম গ্রহণের গুঞ্জন যদি সত্যি হয়, তবে এটি তার জীবনের এক নতুন অধ্যায় হতে পারে।

ইসলাম গ্রহণের গুঞ্জন সত্যি হোক বা না হোক, রোনালদোর আল-আকসা সফর এবং সাম্প্রতিক কর্মকাণ্ড তাকে নতুন আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তার সিদ্ধান্ত নিয়ে ভক্ত ও সমর্থকরা এখন অপেক্ষারত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর