[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৪ পৌষ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লিগ

টটেনহ্যামের মাঠে ৯ গোলের মহাযজ্ঞে লিভারপুলের দাপুটে জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪ ২:৩২ পিএম
আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ২:৩৩ পিএম

দুর্দান্ত পারফরম্যান্সে টটেনহ্যাম হটস্পারকে ৬-৩ গোলে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করল লিভারপুল। সেন্ট ভিনসেন্টে রোববার অনুষ্ঠিত এই ম্যাচে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন লুইস দিয়াস ও মোহামেদ সালাহ। একটি করে গোল করেন আলেক্সিস মাক আলিস্তের ও দোমিনিক সোবোসলাই।

লিভারপুলের শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। প্রথম ২০ মিনিটে প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ শাণায় তারা। ২৩তম মিনিটে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের চমৎকার ক্রস থেকে ডাইভিং হেডে প্রথম গোলটি করেন লুইস দিয়াস।

৩৬তম মিনিটে অ্যান্ডি রবার্টসনের ক্রসের সুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে দ্বিতীয় গোলটি করেন মাক আলিস্তের। তবে ৪১তম মিনিটে নিজেদের ভুলে টটেনহ্যামকে গোলের সুযোগ দেয় লিভারপুল। মাক আলিস্তেরের বল হারানোর সুযোগ নিয়ে ২০ গজ দূর থেকে ইংলিশ মিডফিল্ডার দুর্দান্ত শটে ব্যবধান কমান।

প্রথমার্ধের শেষদিকে হাঙ্গেরিয়ান তারকা দোমিনিক সোবোসলাইয়ের নিখুঁত শটে তৃতীয় গোল পায় লিভারপুল। বিরতির পর ৫৪তম মিনিটে সালাহর প্রথম গোলের মাধ্যমে ব্যবধান আরও বাড়ে। এই গোল তাকে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতায় পরিণত করে।

৭২তম মিনিটে দেইয়ান কুলুসেভস্কি একটি গোল শোধ করলেও, লিভারপুলের আধিপত্যে তা তেমন প্রভাব ফেলেনি। ৮৩তম মিনিটে ইংলিশ ফরোয়ার্ড ব্রেনান জনসনের হেড থেকে আরও একটি গোল করে টটেনহ্যাম ব্যবধান কমালেও শেষ পর্যন্ত সালাহ ও দিয়াসের দুরন্ত শট টটেনহ্যামের জয়ের সম্ভাবনাকে চিরতরে শেষ করে দেয়।

১৬ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৩৯, যা তাদের শীর্ষস্থান আরও সুসংহত করেছে। অন্যদিকে, টটেনহ্যাম ১৭ ম্যাচে মাত্র ২৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নেমে গেছে। এদিনই এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করা চেলসি ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

লিভারপুলের এই দুর্দান্ত জয় তাদের শিরোপার পথে একধাপ এগিয়ে দিলেও, টটেনহ্যামের জন্য এটি আরও এক হতাশাজনক পরাজয় হিসেবে রইল।

দিনের অন্য খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলে বোর্নমাউথের কাছে হেরে গেছে। ইউনাইটেডের ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৩তম স্থানে নেমে যাওয়া তাদের হতাশার গল্প আরও গভীর করেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর