[email protected] রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

বিজয় দিবস কাবাডির

সেনাবাহিনীকে হারিয়ে ফাইনালে নৌবাহিনী

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪ ১০:৩৫ পিএম

বিজয় দিবস কাবাডির ফাইনালে উঠে এসেছে বাংলাদেশ নৌ বাহিনী। টানটান উত্তেজনায় পূর্ণ প্রথম সেমিফাইনালে তারা টাইব্রেকারে পরাজিত করেছে বাংলাদেশ সেনাবাহিনীকে। নির্ধারিত সময়ের খেলা শেষে দুই দলের পয়েন্ট ছিল সমান—৩২। এরপর ম্যাচের ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে, যেখানে নৌ বাহিনী ৩৮-৩৬ পয়েন্টে সেনাবাহিনীকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

ম্যাচটি অনুষ্ঠিত হয় শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। প্রথম সেমিফাইনালে সেনাবাহিনী এবং নৌ বাহিনী মুখোমুখি হয়। সেনাবাহিনী ক গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে আসে, আর নৌ বাহিনী খ গ্রুপের রানার্স আপ হয়ে শেষ চারে উঠে।

খেলার শুরু থেকেই দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে খেলতে থাকে নৌ বাহিনী, এবং শুরুতেই ১১-১ পয়েন্টে এগিয়ে যায়। তবে সেনাবাহিনী দ্রুত ঘুরে দাঁড়িয়ে ব্যবধান কমিয়ে আনে। প্রথমার্ধে খেলা ছিল অত্যন্ত জমজমাট, শেষ পর্যন্ত নৌ বাহিনী এক পয়েন্টে এগিয়ে ছিল (১৭-১৬)।

দ্বিতীয়ার্ধেও প্রতিদ্বন্দ্বিতা ছিল সমান তালে, এবং ম্যাচের প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনাপূর্ণ। নির্ধারিত সময় শেষে দুই দলের পয়েন্ট ছিল সমান—৩২। এরপর টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়, যেখানে নৌ বাহিনী ৩৮-৩৬ পয়েন্টে বিজয়ী হয়।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নৌ বাহিনীর ফেরদৌস শেখ। তার হাতে পুরস্কার তুলে দেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

আগামীকাল বিকেল ৪টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ বিমান বাহিনী ও পুলিশ। এছাড়া, নারী বিভাগের দুটি সেমিফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর