[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৪ পৌষ ১৪৩১

মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ ২০২৪

চ্যাম্পিয়ন এ.এস ওয়ারিয়র্স

এম. এ. রনী

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪ ৩:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য বিশেষভাবে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট "মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ ২০২৪"-এর দ্বিতীয় আসর শেষ হয়েছে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)। জমজমাট ফাইনালে কনটেন্ট কিংসকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে অপরাজিত এ.এস ওয়ারিয়র্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত তিন দিনের এই প্রতিযোগিতা মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য হয়ে উঠেছিল এক মিলনমেলা।

২০২৩ সালে শুরু হওয়া মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও দলগত যোগাযোগ উন্নত করতে একটি উল্লেখযোগ্য উদ্যোগ। কর্মব্যস্ত সাংবাদিকদের জন্য এ ধরনের টুর্নামেন্ট এক ধরনের প্রেরণার উৎস। চলতি বছর এই টুর্নামেন্ট পাওয়ার্ড বাই পিপল এন টেক। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় আটটি দল, যাদের মধ্যে প্রতিযোগিতা ছিল উত্তেজনায় ভরপুর।

দুই গ্রুপে বিভক্ত হয়ে মোট ৮টি দল অংশগ্রহণ করে। রাউন্ড রবিন ফরম্যাটে খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেয়। সেমিফাইনালে কনটেন্ট কিংস ও এ.এস ওয়ারিয়র্স দারুণ পারফরম্যান্স করে ফাইনালে পৌঁছায়। ফাইনালে দুর্দান্ত খেলায় কনটেন্ট কিংসকে ৩৪ রানের ব্যবধানে হারায় এ.এস ওয়ারিয়র্স।

প্রধান অতিথি হিসেবে ফাইনালে উপস্থিত ছিলেন বাংলাভিশন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সাংবাদিকদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তিনি নিজেও ব্যাট হাতে নেমে কয়েকটি শট খেলেন।

এ.এস ওয়ারিয়র্স ফাইনালে শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রাখে। ব্যাটিংয়ে তাদের অধিনায়ক আরমান হোসেনের দুর্দান্ত ইনিংস এবং বোলিংয়ে নাজমুল হাসানের সেরা পারফরম্যান্স দলকে জয়ের পথ সুগম করে। অপরদিকে, কনটেন্ট কিংস শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে লড়াই করলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল ও অধিনায়করা :

টুর্নামেন্টের ৮টি দলের নেতৃত্বে ছিলেন শীর্ষ মাল্টিমিডিয়া সাংবাদিকরা:

  1. মেঘনা ভিক্টোরিয়ান্স: ইমরান হক (ইত্তেফাক)
  2. বেঙ্গল ওয়ারিয়র্স: হাসিব পান্থ (ডিবিসি নিউজ)
  3. পদ্মা ফাইটার্স: শুভ খান (বাংলাভিশন)
  4. ঢাকা কিংস: মোজো আকরাম হোসেন (কালবেলা)
  5. শোবিজ সিক্সার্স: মাসুম জয় (বাংলাদেশ প্রতিদিন)
  6. কনটেন্ট কিংস: অমৃত মলংঙ্গী (নিউজ হান্ট)
  7. এ.এস ওয়ারিয়র্স: আরমান হোসেন (দৈনিক জবাবদিহি)
  8. রয়েল ভিক্টোরিয়ান্স: তরুণ বেগী (ভোরের পাতা)

এই টুর্নামেন্ট কেবলমাত্র একটি প্রতিযোগিতা নয়; এটি সাংবাদিকদের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও মজবুত করে। তিন দিনব্যাপী এই আয়োজন সংবাদমাধ্যম সংশ্লিষ্টদের জন্য হয়ে উঠেছিল এক ব্যতিক্রমী মিলনমেলা।

মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের দ্বিতীয় আসর সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। আয়োজকরা প্রতিশ্রুতি দিয়েছেন আগামী বছর আরও বড় পরিসরে এই আয়োজন করার। এটি যে কেবল একটি ক্রিকেট টুর্নামেন্ট ছিল না, বরং সাংবাদিকদের বন্ধুত্ব ও উদ্যম বাড়ানোর এক বিশেষ উদ্যোগ, তা প্রতিটি অংশগ্রহণকারীর মুখের হাসিতেই প্রকাশিত।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর