[email protected] শনিবার, ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১

আন্তর্জাতিক ক্রিকেটকে অশ্বিনের বিদায় ঘোষণা

এম. এ. রনী

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪ ৩:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের কিংবদন্তি অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর), ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ভারতের তৃতীয় টেস্ট ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। টেস্ট, ওয়ানডে, ও টি-টোয়েন্টি—সব ফরম্যাটে বিদায় নিলেও আইপিএলে খেলা চালিয়ে যাবেন ৩৮ বছর বয়সী এই স্পিনার।

অশ্বিন জানান, "ক্রিকেট আমাকে জীবনে সব কিছু দিয়েছে। এই যাত্রা আমার জন্য গর্বের।" তার এই ঘোষণার পর ড্রেসিংরুমে আবেগঘন মুহূর্ত দেখা যায়। সহ-খেলোয়াড় বিরাট কোহলি তাকে জড়িয়ে ধরেন, কিছুক্ষণ তার পাশে বসে থেকে তাকে সান্ত্বনা দেন। পরে দলের কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।

গ্যাবার মাঠে ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বিদায় বেলার অনুভূতি প্রকাশ করেন অশ্বিন। বিদায় জানানোর সময় তার চোখে ছিল জল। তিনি বলেন, "আমি যা কিছু অর্জন করেছি, তার জন্য ক্রিকেটকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি, সময় এসেছে তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার।"

এর আগে, বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) তাদের ফেসবুক পেজে অশ্বিনকে উদ্দেশ করে লিখেছে, "ধন্যবাদ, অশ্বিন। তুমি জাদু, বুদ্ধিদীপ্ততা, উদ্ভাবন আর আধিপত্যের প্রতীক হয়ে থাকবে। তোমার অবদান ভোলার নয়।"

রবিচন্দ্রন আশ্বিনের অসাধারণ পরিসংখ্যান ও সাফল্য। রবিচন্দ্রন অশ্বিন ভারতের ইতিহাসে অন্যতম সফল বোলার। তার অবদান শুধু পরিসংখ্যানেই নয়, প্রতিটি ফরম্যাটেই অসাধারণ দক্ষতার প্রমাণ।

  • টেস্ট উইকেট: ৫৩৭ (ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক)
  • এক ইনিংসে ৫ উইকেট: ৩৭ বার
  • প্লেয়ার অফ দ্য সিরিজ: ১১ বার (মুত্তিয়া মুরলিধরনের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ)
  • ওয়ানডে উইকেট: ১৫১
  • টি-টোয়েন্টি উইকেট: ৭২

ক্রিকেটের বাইরে অশ্বিনের অবদান ছিল বলার মতো। শুধু মাঠের খেলাতেই নয়, কৌশলগত পরিকল্পনায়ও অশ্বিন ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তার বৈচিত্র্যময় ডেলিভারি এবং বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব বিশ্ব ক্রিকেটে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। কোচ এবং সতীর্থদের মতে, অশ্বিন তার সময়ের অন্যতম কৌশলী ক্রিকেটার ছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে আগামী দিনের পরিকল্পনাও করেছেন আশ্বিন। আইপিএলে খেলা চালিয়ে যাবেন অশ্বিন। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত তার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, শীঘ্রই তাকে কোচ বা ক্রীড়া বিশ্লেষক হিসেবে দেখা যেতে পারে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর