ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২৭ রানের জয়ে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে।
সিরিজের প্রথম ম্যাচে ১৩ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৭ রান করা শামীম পাটোয়ারী ছিলেন বাংলাদেশের বড় অবদানকারী। তার ক্যামিও ইনিংসের সুবাদে বাংলাদেশ স্কোরবোর্ডে ১৪৭ রান জমা করতে সক্ষম হয়েছিল এবং ৭ রানে জয়ী হয়।
দ্বিতীয় ম্যাচেও শামীমের অবদান ছিল অপরিসীম। ১২৯ রানের কম পুঁজি নিয়ে খেলতে নামা বাংলাদেশ, শামীমের ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৫ রানের অপরাজিত ইনিংসে জয় তুলে নেয়। তার দাপুটে ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ ৭ উইকেটে ম্যাচটি জয়ী হয় এবং শামীম ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন।
১২৯ রানের তেমন বড় পুঁজি না থাকলেও, ওয়েস্ট ইন্ডিজকে ১০২ রানে অলআউট করতে সক্ষম হয় বাংলাদেশ। তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান এবং হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ৯ বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয়।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক লিটন দাস বলেন, "আমি খুব খুশি। শুধু আমি না, পুরো বাংলাদেশের মানুষই খুশি। আমরা এমন জয়ের জন্য তাকিয়ে ছিলাম। প্রথম বল খেলতে গিয়ে আমি মনে করেছি ব্যাটিং করা বেশ কঠিন হবে, তবে শামীমকে ধন্যবাদ, সে দারুণ ব্যাটিং করেছে।"
লিটন দাস তার দলের বোলারদেরও প্রশংসা করেছেন। তিনি বলেন, "বোলারদের কৃতিত্ব দিতেই হয়। যারা বোলিংয়ে এসেছে, তারা উইকেট তুলে নিয়েছে। এটা আসলে একটি দলীয় প্রচেষ্টা ছিল। আমরা ভালো ফ্লোতে ছিলাম এবং সেটি ধরে রাখতে হবে।"
এদিকে, শামীম পাটোয়ারী নিজের সাফল্য সম্পর্কে বলেন, "আমি খুব খুশি। অনেক দিন পর জাতীয় দলে ফিরেছি। আমার ভূমিকা ফিনিশারের, বল মারার। গত কয়েক মাসে আমি অনেক পরিশ্রম করেছি, এবং সেগুলোর ফল পেলাম।"
এই সিরিজ জয়ের মাধ্যমে ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় অর্জন করল বাংলাদেশ। ২০১৮ সালে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করেছিল বাংলাদেশ।
এসআর
মন্তব্য করুন: