[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

জানা যাবে আজ রাতেই

কে হচ্ছে ফিফা বর্ষসেরা ফুটবলার?

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪ ৫:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ফিফা বর্ষসেরা পুরস্কার: আজ রাতে জানা যাবে সেরা ফুটবলারের নাম। ২০২৪ সালের ফিফা বর্ষসেরা ফুটবল পুরস্কার ঘোষণা করা হবে আজ রাতে। কাতারের দোহায় আয়োজিত জমকালো অনুষ্ঠানে ফিফার ১০টি মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হবে, যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার।

বিশ্বের শীর্ষ ফুটবল তারকাদের পারফরম্যান্সের স্বীকৃতি দিতে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে দোহার অ্যাসপায়ার একাডেমিতে। এটি কাতারের অন্যতম শীর্ষ ক্রীড়া প্রতিষ্ঠান, যা এবার উদযাপন করছে তাদের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং ফিফা কাউন্সিলের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে।

সারা বছর ক্লাব এবং দেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে এই তারকাদের নির্বাচিত করা হয়েছে। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার কে জিতবেন, তা জানতে ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছেন উদগ্রীব হয়ে।

বর্ষসেরা পুরুষ ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা:

১. জুড বেলিংহাম (ইংল্যান্ড/রিয়াল মাদ্রিদ) ২. দানি কারভাহাল (স্পেন/রিয়াল মাদ্রিদ) ৩. আরলিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি) ৪. টনি ক্রুস (জার্মানি/রিয়াল মাদ্রিদ, অবসরপ্রাপ্ত) ৫. কিলিয়ান এমবাপে  (ফ্রান্স/পিএসজি ও রিয়াল মাদ্রিদ) ৬. লিওনেল মেসি (আর্জেন্টিনা/ইন্টার মায়ামি) ৭. রদ্রি (স্পেন/ ম্যানচেস্টার সিটি) ৮. ফেদেরিকো ভালভার্দে (উরুগুয়ে/রিয়াল মাদ্রিদ) ৯. ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল/রিয়াল  মাদ্রিদ) ১০. ফ্লোরিয়ান ভার্তজ (জার্মানি/বায়ার লেভারকুসেন) ১১. লামিন ইয়ামাল (স্পেন/বার্সেলোনা)।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর