[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

সাউদির বিদায়ে নিউজিল্যান্ডের ঐতিহাসিক ৪২৩ রানের জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪ ৫:০০ পিএম

ছবি: সংগৃহীত

হ্যামিল্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ড ৪২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডকে। এই জয়ের মাধ্যমে নিউজিল্যান্ড টেস্ট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের ব্যবধানে জয় তুলে নেয়। একই ম্যাচে কিউই পেসার টিম সাউদি তার বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩৪৭ রান করে। জবাবে ইংল্যান্ড মাত্র ১৪৩ রানে অলআউট হলে স্বাগতিকরা ২০৪ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে কেন উইলিয়ামসনের ১৫৬ রানের উপর ভর করে নিউজিল্যান্ড ৪৫৩ রান সংগ্রহ করে। ফলে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬৫৮ রান। বিশাল এই টার্গেট তাড়া করতে নেমে ইংলিশরা ২৩৪ রানে অলআউট হয়ে যায়।

ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৭ উইকেট এবং ১২৫ রান করা মিচেল স্যান্টনার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। অন্যদিকে, সিরিজে ৩৫০ রান করে হ্যারি ব্রুক সিরিজ সেরার সম্মান অর্জন করেন।

টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচে টিম সাউদি ১ উইকেট শিকার করেন। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ১০৭ টেস্টে তিনি মোট ৩৯১ উইকেট নিয়েছেন। বিদায়ী ম্যাচে নিউজিল্যান্ডের এই বড় জয়কে স্মরণীয় করে রাখতে বলেন সাউদি।

তিন ম্যাচ সিরিজে অবশ্য ২-১ ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড। তবে হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের এই জয় ক্রিকেট ইতিহাসে তাদের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর