[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

ফেনেলের ডাবল হ্যাটট্রিক, জয় হাতছাড়া আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪ ৪:৫০ পিএম

ছবি: সংগৃহীত

‘ডাবল হ্যাটট্রিক’-এর ঐতিহাসিক কীর্তি, তবু আর্জেন্টিনার পরাজয়। ক্রিকেট বিশ্বের বিরল এক মুহূর্তের জন্ম দিয়েছেন আর্জেন্টিনার পেসার হেরনান ফেনেল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপের সাব-রিজিওনাল আমেরিকা বাছাইপর্বে কেইম্যান আইল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফেনেল গড়েছেন টানা ৪ বলে ৪ উইকেটের ডাবল হ্যাটট্রিক।

রোববার ম্যাচের শেষ ওভারে ফেনেল দুর্দান্ত বোলিং করে শেষ ৪ বলে ৪ উইকেট শিকার করেন। ৪ ওভার বোলিং করে মাত্র ১৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন ৩৬ বছর বয়সী এই পেসার। তবে তার এমন রেকর্ড গড়া পারফরম্যান্স সত্ত্বেও জয় পায়নি তার দল।

২২ রানে ম্যাচটি হেরে যায় আর্জেন্টিনা। কেইম্যান আইল্যান্ড প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে আর্জেন্টিনা ৯৪ রানে অলআউট হয়। দলের হতাশাজনক ব্যাটিং ফেনেলের কীর্তিকে ম্লান করে দেয়।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে ষষ্ঠ বোলার হিসেবে টানা ৪ বলে ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ফেনেল। তার আগে এই রেকর্ডে নাম লিখিয়েছেন বিশ্বখ্যাত বোলাররা- আফগানিস্তানের রশিদ খান, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, ও সৌদি আরবের ওয়াসিম ইয়াকুবুর।

ফেনেলের এই দুর্দান্ত বোলিং ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ফুটবলপ্রধান দেশ আর্জেন্টিনার ক্রিকেটে এমন একটি রেকর্ড প্রমাণ করে, ধীরে ধীরে ক্রিকেটের প্রতি দেশটির আগ্রহ বাড়ছে। যদিও দল হারলেও ফেনেলের এই অর্জন আর্জেন্টাইন ক্রিকেটে ঐতিহাসিক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

এই বাছাইপর্বের পারফরম্যান্সকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে আর্জেন্টিনা নিজেদের ক্রিকেট কাঠামোকে আরো সুদৃঢ় করতে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির কোচ ও কর্মকর্তারা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর