[email protected] রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

লেগানেসের কাছে ঘরের মাঠে বার্সার পরাজয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪ ১২:১৭ পিএম

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান ধরে রাখা নিয়ে শঙ্কায় পড়েছে বার্সেলোনা। রোববার রাতে কাতালানরা তাদের ঘরের মাঠে লেগানেসের কাছে ১-০ গোলে হেরে যায়। এই হারের ফলে টেবিলে তাদের অবস্থান আরও জটিল হয়ে উঠেছে।

ম্যাচের চতুর্থ মিনিটেই লেগানেস ডিফেন্ডার সার্জিও গঞ্জালেজের বুলেট গতির হেড গোলরক্ষক ইনাকি পিনা ঠেকাতে পারেননি। একমাত্র এই গোলেই নির্ধারিত হয় ম্যাচের ফলাফল। এরপর বার্সেলোনা গোল শোধের প্রচেষ্টা চালালেও ব্যর্থ হয়।

এই হারের ফলে ১৮ ম্যাচে বার্সার পয়েন্ট দাঁড়িয়েছে ৩৮-এ। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলে অ্যাটলেটিকো মাদ্রিদও টেবিলের দ্বিতীয় স্থানে। ২২ ডিসেম্বর বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মুখোমুখি হবে, যা কার্যত লা লিগার শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।

বার্সেলোনাকে খেলতে হয়েছে তাদের প্রধান কোচ হান্সি ফ্লিক ছাড়া। আগের ম্যাচে রেফারির সঙ্গে বিতর্কের কারণে তিনি লাল কার্ড দেখেন এবং লা লিগা কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরবর্তী দুই ম্যাচ সাইডলাইন থেকে নিষিদ্ধ হন। ২২ ডিসেম্বর অ্যাটলেটিকোর বিপক্ষেও তিনি ডাগআউটে থাকতে পারবেন না।

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা লা লিগায় নিজের মাঠে টানা দ্বিতীয় ম্যাচ হারল। অন্যদিকে, লেগানেস ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে থাকলেও এই জয় তাদের জন্য ঐতিহাসিক, কারণ এটি বার্সেলোনার মাঠে তাদের প্রথম জয়।

বার্সার এই পরাজয় তাদের সমর্থকদের জন্য হতাশার। অ্যাটলেটিকোর বিপক্ষে আসন্ন ম্যাচে জয়ের বিকল্প নেই, নাহলে লা লিগার শীর্ষস্থান হাতছাড়া হওয়ার আশঙ্কা প্রবল।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর