[email protected] রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

বিজয় দিবসে দেশবাসীকে উপহার

টাইগারদের শ্বাসরুদ্ধকর জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪ ১২:০৩ পিএম

বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বিজয় দিবস উদযাপন করল এক অবিস্মরণীয় জয়ের রোমাঞ্চে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ রানে পরাজিত করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে।

ম্যাচটি ছিল পেন্ডুলামের মতো। একদিকে রোভম্যান পাওয়েলের বিধ্বংসী ব্যাটিং, অন্যদিকে টাইগার বোলারদের লড়াকু স্পিরিট। কিন্তু শেষ ওভারে হাসান মাহমুদের অসাধারণ বোলিংয়ে নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

শেষ ওভারের নাটকীয়তায় দোদুল্যমান ছিল ম্যাচের ভাগ্য। ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১০ রান। উইকেটে ছিলেন অধিনায়ক রোভম্যান পাওয়েল (৬০*) এবং অ্যালজারি জোসেফ। হাসান মাহমুদ প্রথম বলেই ১ রান দিয়ে পাওয়েলকে স্ট্রাইকে আনেন। দ্বিতীয় বলটি ডট দিয়ে চাপে ফেলেন। তৃতীয় বলেই পাওয়েল ক্যাচ দিয়ে আউট হন উইকেটকিপার লিটন দাসের হাতে। চতুর্থ বলে ১ লেগবাই হলেও শেষ দুই বলে প্রয়োজনীয় ৮ রান করতে ব্যর্থ হন জোসেফ। পঞ্চম বলে সরাসরি বোল্ড হয়ে ম্যাচ হারে ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচে বাংলাদেশের বোলারদের নৈপুণ্যওকে খাটো করে দেখার সুযোগ ছিল না। টাইগারদের জয়ের অন্যতম নায়ক শেখ মেহেদী হাসান। তার দুর্দান্ত স্পিনে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ বিপর্যস্ত হয়। ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে তিনি ম্যাচসেরা হন। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ নেন ২টি করে উইকেট।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ব্যাটারদের সংগ্রাম নিয়মিত। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা শুরুতে কিছুটা চাপে থাকলেও সৌম্য সরকারের ৪৩ রানের ইনিংস দলের জন্য ভিত গড়ে দেয়। শামীম পাটোয়ারী ও জাকের আলী অনিক ২৭ রান করে যোগ করেন। শেখ মেহেদীর ব্যাট থেকে আসে ২৬ রান।

ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়রা শুরুতেই ব্যাটিং বিপর্যয় পড়ে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই হারায় ব্রেন্ডন কিংকে। এরপর মেহেদী হাসানের স্পিন তাণ্ডবে একে একে সাজঘরে ফেরেন নিকোলাস পুরান, রস্টন চেজ, ও আন্দ্রে ফ্লেচার। তবে রোভম্যান পাওয়েলের দারুণ লড়াই ম্যাচ জমিয়ে তোলে। 

ম্যাচে ব্যাটিং ও বোলিংয়ে দারুন পারফর্ম করে ম্যাচ সেরা হন শেখ মেহেদী।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৬ উইকেটে ১৪৭ (সৌম্য ৪৩, শামীম ২৭, মেহেদী ২৬)।

ওয়েস্ট ইন্ডিজ: ১৪০ (পাওয়েল ৬০, মেহেদী ৪/১৩, হাসান মাহমুদ ২/২২)।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর