[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

তামিমের ঝড়ো ব্যাটিংয়ে চট্টগ্রামের দাপুটে জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪ ৩:৩৭ পিএম

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি ২০২৪-২৫ মৌসুমে ব্যাটিং দাপটে ও বোলিং দক্ষতায় চট্টগ্রাম বিভাগ নিজেদের শীর্ষ ফর্মে ফিরিয়ে এনেছে। সিলেট এবং ঢাকার বিপক্ষে দুটি ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেছে তামিম ইকবালের দল।

সিলেটের বিপক্ষে তামিম ৯১ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। রোববার সিলেট একাডেমি স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে তামিম ইকবালের ব্যাটিং প্রদর্শনীতে চট্টগ্রাম ৭ উইকেটে ১৮২ রানের বিশাল স্কোর গড়ে। তামিম মাত্র ৫৪ বলে ৯১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এতে ছিল ৭টি চারের পাশাপাশি ৬টি ছক্কা। সেঞ্চুরির খুব কাছে এসে ইনিংসের ১৭তম ওভারে মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি।

তামিমের পাশাপাশি, মাহমুদুল হাসান জয় ১৬ বলে ২২ রান করেন। সাব্বির হোসেন শিকদার ২৩ বলে ২১ রান, আর মুমিনুল হক করেন ৮ বলে ১৩। চট্টগ্রামের শক্তিশালী ব্যাটিং প্রদর্শনী বরিশালের বোলিং আক্রমণকে চাপে ফেলে দেয়।

শনিবার ঢাকার বিপক্ষে তামিম ও জয়ের ওপেনিং জুটিতে মাত্র ৬৪ রানের লক্ষ্য তাড়া করে চট্টগ্রাম মাত্র ৫৪ বলেই জয় নিশ্চিত করে। ঢাকার ইনিংসে ফাহাদ হোসেন ৪ উইকেট শিকার করেন, যখন ইরফান হোসেন, আহমেদ শারিফ, এবং মাহমুদুল হাসান জয় প্রত্যেকে ২টি করে উইকেট নেন। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন তাইবুর রহমান।

জয়ের জন্য ব্যাট করতে নেমে তামিম ২১* রান করেন, আর জয় ৪৪* রান করেন, যা তাদের সহজ জয়ের ভিত্তি গড়ে দেয়।

তামিম ইকবালের দুর্দান্ত ফর্ম এবং দলের ব্যাটিং-বোলিং সামঞ্জস্য চট্টগ্রামকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠা করেছে। এই পারফরম্যান্স সমালোচকদের প্রাসঙ্গিক জবাব দিয়েছে এবং তাদের টুর্নামেন্টে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর