[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

দীর্ঘদিন পরে মাঠে ফিরলেন তামিম, ১৩ রানেই বিদায়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪ ৪:২৫ পিএম

এনসিএল দিয়ে মাঠে ফিরলেন তামিম, হতাশ করলেন প্রথম দিনেই। বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফিরলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি।

বুধবার (১১ ডিসেম্বর) ব্যাংক আল ফালাহ এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে রংপুর বিভাগের বিপক্ষে চট্টগ্রাম বিভাগের হয়ে মাত্র ১৩ রানে আউট হন তামিম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তামিম ১০ বলের ইনিংসে একটি করে চার ও ছক্কা হাঁকালেও ব্যাটিং গতি ধরে রাখতে ব্যর্থ হন।

দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তনটি ভালো হলো না তামিমের। সর্বশেষ ২০২৩ সালের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট এবং ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তামিম। টি-টোয়েন্টি ফরম্যাটে তাকে দেখা যায়নি প্রায় চার বছর, সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে। এই দীর্ঘ বিরতির পর বিপিএল সামনে রেখে জাতীয় লিগের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে নেমেছিলেন তিনি।

ম্যাচের আগে শেরে বাংলা ও সিলেটে এক সপ্তাহের অনুশীলন করেছিলেন তামিম। তবে প্রতিযোগিতার প্রথম দিনেই তার ব্যাট থেকে বড় স্কোর আশা পূরণ হয়নি। চট্টগ্রামের পুরো ব্যাটিং লাইনআপও তামিমের ব্যর্থতার ধারাবাহিকতায় দারুণ চাপের মুখে পড়ে। তামিমের ওপেনিং সঙ্গী মাহমুদুল হাসান জয় (১৪), অধিনায়ক ইয়াসির আলী (১৯), মুমিনুল হক (২৭) ও ইরফান শুক্কুর (২০) কেউই বড় ইনিংস খেলতে পারেননি।

রংপুর বিভাগের দুই পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দীন বাবু চট্টগ্রামের ব্যাটিং অর্ডারকে ভেঙে দেন। মুগ্ধ ১৭ রানে শিকার করেন তিনটি উইকেট, আর বাবু মাত্র ৯ রান দিয়ে দুটি উইকেট নেন। এই কার্যকর বোলিংয়ের ফলে চট্টগ্রামের ইনিংস ৯ উইকেটে ১৩২ রানে গুটিয়ে যায়।

তামিমের ফেরা, কিন্তু প্রত্যাশা অপূর্ণই রয়ে গেলো। তামিম ইকবালের প্রত্যাবর্তন ভক্তদের মাঝে উত্তেজনা সৃষ্টি করলেও প্রথম ম্যাচে তার পারফরম্যান্স হতাশ করেছে। জাতীয় দলের আসন্ন ব্যস্ত সূচিতে তাকে ফর্মে ফেরার জন্য প্রয়োজন আরও ধারাবাহিক পারফরম্যান্স।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর